1. shahinit.mail@gmail.com : dhaka24 : ঢাকা টোয়েন্টিফোর
  2. arifturag@gmail.com : ঢাকা টোয়েন্টিফোর : ঢাকা টোয়েন্টিফোর ডটনেট
মঙ্গলবার, ২৪ জুন ২০২৫, ১২:৩৩ অপরাহ্ন

পছন্দের যে চার ক্রিকেটারকে রেখে দিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স

Dhaka24 | ঢাকা টোয়েন্টিফোর -
  • প্রকাশ | মঙ্গলবার, ২ অক্টোবর, ২০১৮
  • ১৫১ পাঠক

বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) ষষ্ট আসরের জন্য রিটেইন ক্রিকেটারদের তালিকা জমা দিয়েছে একবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ৩০ সেপ্টেম্বরের মধ্যে বিপিএল দল গুলোর রিটেইন ক্রিকেটারদের তালিকা জমা দেয়ার কথা ছিল।

নতুন নিয়ম অনুযায়ী চারজন ক্রিকেটারকে দলে রেখে দিতে পারবে ফ্রেঞ্চাইজি গুলো। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের দলীয় সূত্রে জানা গেছে, অধিনায়ক তামিম ইকবাল, ওপেনার ইমরুল কায়েস ও লিটন দাসের সাথে বিদেশি কোটায় পাকিস্তানি অলরাউন্ডার শোয়েব মালিককে আসন্ন মৌসুমের জন্য রেখে দিয়েছে দলটি।

তামিম ইকবাল গত দুই মৌসুম ধরে কুমিল্লার নেতৃত্ব দিয়ে আসছেন। ফর্মে আছেন ইমরুল কায়েস ও লিটন দাসও। আর শোয়েব মালিকের অভিজ্ঞতা ও ফর্ম সব কিছু বিবেচনা করেই আসন্ন মৌসুমের জন্য রেখে এই পাকিস্তানি অলরাউন্ডারকে দলে রেখে দিয়েছে কুমিল্লা।

বিপিএলের ষষ্ট আসরের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে অক্টোবরের ২৫ তারিখ। গতবার বিপিএল খেলেছেন, এমন ক্রিকেটাররা এবারের ড্রাফটে নিবন্ধিত থাকবে। তবে অনিবন্ধিত দুই বিদেশি ক্রিকেটারকে দলে নিতে পারবে দল গুলো।

এদিকে জাতীয় নির্বাচনের কারণের বিপিএলের ষষ্ট আসরের সময় সূচি পরিবর্তন করা হয়েছিল। নতুন সূচি অনুযায়ী জানুয়ারি মাসের ৫ তারিখ থেকে ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জমজমাট এই আসর মাঠে গড়াবে।

 

মেঘনায় লঞ্চ-কার্গো সংঘর্ষে বেঁচে গেল দুই শতাধিক যাত্রী / মুহূর্তেই ডুবে গেল: ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন….

 

লাইক কমেন্ড ও শেয়ার করে সাথে থাকুন-

আরো খবর

© All rights reserved | 2016 dhaka24.net by |

Theme Customized BY WooHostBD