মমতাজ বেগম জনপ্রিয় বাংলা লোকগানের সংগীত শিল্পী এবং জাতীয় সংসদের সংসদ সদস্য। ভিন্ন ধারার গান পরিবেশনের কারণে মিউজিক কুইন বা সুর সম্রাজ্ঞী নামেও তিনি বহুল পরিচিত।
সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে উন্নয়ন কনসার্ট নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। বর্তমানে আছেন উত্তরবঙ্গের চাঁপাইনবাবগঞ্জ জেলায়। তার আগে ছিলেন গাইবান্ধায়। আরও কয়েক দিন উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় গান করবেন তিনি।
তিনি বলেন,‘পুরস্কারের চিন্তায় গান করি না। গানটা আমার ভালো লাগলেই গাই। আর গাওয়ার পর যখন দেখি শ্রোতারা পছন্দ করেছেন, তখনই ভালো লাগা বেড়ে যায়।’
রাজনীতি, নাকি গান? যেকোনো একটা বেছে নিতে বললে কোনটা নেবেন? এমন প্রশ্নের জবাবে মমতাজ বলেন, ‘আমি দুটোকেই নিতে চাই। তবে যেহেতু একটা নিতে হবে, তাই আমি গানের মানুষ গানই নেব।’
মমতাজের প্রেমের গুঞ্জন শুনলে কী বলবেন?
‘ভালো তো। প্রেম তো থাকতে হবে। প্রেমঘটিত গুঞ্জন শুনলে আমি খুশিই হব।’