জাতীয় দলের হয়ে মুশফিকুর রহিম অসংখ্য সফলতা পেলেও বিপিএলে খুব একটা সফল নন তিনি। এখন পর্যন্ত তার ফ্রাঞ্চাইজি কখনো ট্রফি জিততে পারেনি। তাই বার বার দল বদল করেছেন তিনি। তারই ধারাবাহিকতায় এবারো দল বদল করতে যাচ্ছেন জাতীয় দলের এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।
জানা গেছে, এবার আর রাজশাহী কিংসে থাকছেন না মুশফিক। কারণ ৬ষ্ঠ আসরের জন্য প্লেয়ার রিটেইন তালিকায় মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ ও মুমিনুল হকের নাম থাকলেও নেই তার নাম। রাজশাহী কর্তৃপক্ষ তাকে রাখেনি নাকি মুশফিক নিজেই সরে দাঁড়িয়েছেন এ ব্যাপারে বিস্তর কিছু জানা যায়নি।
এদিকে ক্রিকেট পাড়ায় গুঞ্জন উঠেছে সিলেটের নতুন দল সিলেট সিক্সার্সে যোগ দিতে যাচ্ছেন মুশফিক। সে হিসাবে নাসির ও সাব্বিরের সঙ্গে দেখা যাবে তাকে।
প্রসঙ্গত, গত ২৯ জুলাই সিদ্ধান্ত হয়, ৫ জানুয়ারি মাঠে গড়াবে বিপিএলের ষষ্ঠ আসর। ৩৫ দিনের টুর্নামেন্টের পর্দা নামবে ৮ ফেব্রুয়ারি। একই সময়ে হবে বিগ ব্যাশের অষ্টম আসর। এ ছাড়া বছরের শুরুতেই রয়েছে আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ত সূচি। বিপিএলে তাই মানসম্মত বিদেশি ক্রিকেটার না পাওয়ার জোর সম্ভাবনা রয়েছে।