দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় আসর জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল)। জাতীয় ক্রিকেট লিগ মানেই খুলনার সাফল্য। সর্বশেষ তিনবারই চ্যাম্পিয়ন হয়েছে মাশরাফির দলটি।
এদিকে সোমবার (১ অক্টোবর) থেকে শুরু হয়েছে ওয়ালটন ২০তম জাতীয় ক্রিকেট লিগ। প্রতিযোগিতায় প্রথম রাউন্ডে খুলনা বিভাগ মুখোমুখি হয়েছে রাজশাহী বিভাগের। রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ম্যাচটি। এই ম্যাচে অংশ নিতে শনিবার খুলনা থেকে রাজশাহী এসেছেন খুলনা বিভাগ।
জানা যায়, এশিয়া কাপে ব্যস্ত সময় পর করার কারণে আসরটির প্রথম রাউন্ডের ম্যাচে খুলনা পাচ্ছে না তারকা ক্রিকেটারদের।
একনজরে দেখে নিন খুলনা বিভাগে রয়েছেন কারা।
মাশরাফি বিন মুর্তজা, আব্দুর রাজ্জাক, মোহাম্মদ মিঠুন, তুষার ইমরান, জিয়াউর রহমান, ইমরুল কায়েস, সাকিব আল হাসান, এনামুল হক বিজয়, নুরুল হাসান সোহান, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, সৌম্য সরকার, নাহিদুল ইসলাম, মেহেদি হাসান, আফিফ হোসেন, আল-আমিন হোসেন, মেহেদি হাসান মিরাজ, মুমিনুল ইসলাম সোহেল, মোঃ রায়হান, রবিউল ইসলাম রবি, মাহমুদুল হাসান সেতু।
মেঘনায় লঞ্চ-কার্গো সংঘর্ষে বেঁচে গেল দুই শতাধিক যাত্রী / মুহূর্তেই ডুবে গেল: ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন….