ছোট পর্দায় ভারতীয় সিরিয়ালের মধ্যে অন্যতম জনপ্রিয় সিরিয়াল ‘রাখি বন্ধন’। এই সেটের একজন কর্মকর্তা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন বলে জানা গেছে। মৃত ব্যক্তি কারিগরি দলের সদস্য। তিনি একজন বিদ্যুৎকর্মী নাম সুব্রত বৈরাগী(৩২)।
গতকাল শনিবার সন্ধ্যায় সিরিয়ালটির শুটিং চলার সময় কলকাতার আনোয়ার শাহ রোডের ভারতলক্ষ্মী স্টুডিওতে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সুব্রতের বাড়ি বাঘাযতীনের রিজেন্ট কলোনি এলাকায়। তিনি বিভিন্ন সিরিয়ালের সেটে ইলেকট্রিকের কাজ করতেন। ঘটনার দিন স্পট লাইট ও পেডেস্টাল ফ্যান সারানোর কাজ করছিলেন। হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে ছিটকে পড়েন। সহকর্মীরা তাকে এম আর বাঙ্গুর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা সুব্রতকে মৃত বলে ঘোষণা করেন।
উল্লেখ্য, পালটে গেছে এই সিরিয়ালের কেন্দ্রীয় চরিত্রের দুই ক্ষুদে বালক-বালিকা। এই সিরিয়ালের অন্যতম প্রাণ খুদে রাখি চ্যাটার্জি আর বন্ধন চ্যাটার্জি। এই চরিত্র দুটিতে এত দিন যারা অভিনয় করেছে, সেই কৃতিকা চট্টোপাধ্যায় ও সোহম বসু রায় চৌধুরী আর নেই। এখন এই দুটি চরিত্রে এসেছেন নতুন দুজন শিল্পী।
মেঘনায় লঞ্চ-কার্গো সংঘর্ষে বেঁচে গেল দুই শতাধিক যাত্রী / মুহূর্তেই ডুবে গেল: ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন….