রাইজিংবিডি ডট কম – রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে ওয়ালটন জাতীয় ক্রিকেটে লিগের দ্বিতীয় দিনের শুরুতেই সেঞ্চুরি পেয়েছেন মিজানুর রহমান। তার সেঞ্চুরিতে ভর করে খুলনা বিভাগের বিপক্ষে বড় সংগ্রহের পথে রয়েছে রাজশাহী বিভাগ।
শফিউল আলমের বোলিং দাপটে গতকাল ২১০ রানেই অলআউট হয়েছিল খুলনা। প্রথম দিনে ব্যাট করতে নেমে রাজশাহীর হয়ে ৭৪ রানে অপরাজিত ছিলেন মিজানুর রহমান। আজ দ্বিতীয় দিনের শুরুতে প্রথম শ্রেণির ক্রিকেট নিজের দশম সেঞ্চুরির দেখা পেয়েছেন তিনি। ১৪৫ বলে ১৬ চার ও ২ ছক্কায় ১১৫ রানে আবদুর রাজ্জাকের বলে মেহেদী হাসানের হাতে ধরা পড়েন মিজানুর।
এর আগে গতকাল প্রথম দিনে টস জিতে রাজশাহীর বিপক্ষে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন খুলনার অধিনায়ক খান আবদুর রাজ্জাক। আগে ব্যাটি করতে নেমে রাজশাহীর বোলারদের দাপটে মাত্র ২১০ রান তুলতেই অলআউট হয়েছে জাতীয় ক্রিকেটে লিগের বর্তমান চ্যাম্পিয়নরা। তবে অন্যদের ব্যর্থতার দিনে খুলনার হয়ে সেঞ্চুরি করেছেন তুষার ইমরান।
মেঘনায় লঞ্চ-কার্গো সংঘর্ষে বেঁচে গেল দুই শতাধিক যাত্রী / মুহূর্তেই ডুবে গেল: ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন….