টাঙ্গাইলে যৌন হয়রানির অভিযোগে এক স্কুল শিক্ষককে গণধোলাই দিয়েছে ছাত্রীরা। বিভিন্ন সময় অভিযুক্ত শিক্ষক যৌন হয়রানি করতো বলে অভিযোগ তাদের। খবর পেয়ে অভিযুক্ত শিক্ষককে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
টাঙ্গাইলের বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সাইদুর রহমান দীর্ঘদিন ধরে ছাত্রীদের যৌন হয়রানি ও কু-প্রস্তাব দিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় রোববার দশম শ্রেণির এক ছাত্রীকে কু-প্রস্তাব দেয় সে। এ ঘটনার প্রতিবাদে সোমবার সকালে ক্লাস বর্জন করে বিক্ষোভ করে ছাত্রীরা। এক পর্যায়ে অভিযুক্ত শিক্ষক সাইদুর রহমানকে গণধোলাই দেয় তারা।
ছাত্রীরা বলেন, সাইদুর রহমান স্যার বিভিন্ন ধরনের খারাপ কথা বলে প্রতিটি মেয়েকে। আমরা চাই সে যেনো কোন স্কুলে শিক্ষকতা করতে না পারে। অভিভাবকরা বলেন, ‘ওই শিক্ষক প্রায় সময় বাচ্চাদের খারাপ কথা বলে। এত খারাপ সেটা গণমাধ্যমের কাছে বলা সম্ভব না। আমরা চাই প্রধান শিক্ষক এবং সাইদুর স্যারের দুইজনের পদত্যাগ।’
খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে স্কুলে আসেন জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার রহমানের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালতে অভিযুক্ত শিক্ষককে এক বছরের কারাদণ্ড দেয়া হয়। টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ‘উনার বিরুদ্ধে ছাত্রীদের অভিযোগ আসে। আমরা সেই অভিযোগের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি।’
বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রায় ৩ হাজার শিক্ষার্থী রয়েছে।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন….
মেঘনায় লঞ্চ-কার্গো সংঘর্ষে বেঁচে গেল দুই শতাধিক যাত্রী / মুহূর্তেই ডুবে গেল: ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন….