বর্তমানে উয়েফার বর্ষসেরা এমনকি ফিফার দ্য বেস্ট বর্ষসেরা ফুটবলারের তালিকায় প্রথম তিনে ছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে শেষ পর্যন্ত প্রাক্তন ক্লাব সতীর্থ লুকা মদ্রিচের কাছে তাঁকে হারতে হয়েছে।
শুধু তাই নয় ফিফার বর্ষসেরা গোলের তালিকাতেও ছিলেন তিনি। জুভেন্তাসের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগে দুরন্ত ব্যাকভলিতে গোল করেছিলেন সিআর সেভেন।
অনেকেই হয়তো ভেবেছিলেন রোনালদোই পুসকাস অ্যাওয়ার্ড জিতবেন। কিন্তু শেষ পর্যন্ত রোনাল্ডোকে পেছনে ফেলে এই পুরস্কার পেয়েছেন মোহামেদ সালাহ এভার্টনের বিরুদ্ধে লিভারপুল জার্সিতে তাঁর করা গোলের জন্য।
এবার এই নিয়ে কিন্তু মুখ খুললেন রোনালদো। মোহামেদ সালাহ-র গোলও ভাল। তবে সেরা গোল আমারই। স্পষ্ট জানিয়ে দিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো।
তিনি জানান সালাহ যোগ্য ফুটবলার হিসেবেই পুরস্কার পেয়েছে। তবে সত্যি কথাটা হচ্ছে আমার গোলটাই সেরা। ওর গোলটা ভাল ছিল। তবে সত্যি কি তাই নিজেদের জিজ্ঞেস করুন। আমার গোলটাই সেরা।
মেঘনায় লঞ্চ-কার্গো সংঘর্ষে বেঁচে গেল দুই শতাধিক যাত্রী / মুহূর্তেই ডুবে গেল: ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন….