জাতীয় ক্রিকেট লিগে মঙ্গলবার দিনটি দারুণ কাটিয়েছেন ঢাকা মেট্রোর হয়ে খেলা মোহাম্মদ আশরাফুল। ব্যাট এবং বল দুই বিভাগেই উজ্জ্বল ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক।
ব্যাট হাতে ৫৩ রানের ইনিংস খেলার পর বল হাতে নিয়েছেন ২ উইকেট। আগের দিন সাদমান ইসলামের সেঞ্চুরিতে দিনটি নিজেদের করে নিয়েছিল ঢাকা মেট্রো।
আগের দিনের ৪ উইকেটে ৩৩২ রান নিয়ে মঙ্গলবার দ্বিতীয় দিনের খেলা শুরু করে দলটি। মেহরাব হোসেন জুনিয়র ২৮ ও মোহাম্মদ আশরাফুল ১ রান নিয়ে দিন শুরু করেন। শেষ পর্যন্ত ঢাকা মেট্রোর প্রথম ইনিংস থেমেছে ৪২৬ রানে।
আশরাফুল খেলেছেন ৫৩ রানের ইনিংস। ১০৮ বলের ইনিংসে ৬টি চার হাঁকিয়েছেন তিনি। সিলেটের হয়ে ৬ উইকেট নেন এনামুল হক জুনিয়র।
৩ উইকেট নেন শাহানুর রহমান। এদিকে সিলেট ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৩২ রান তুলে দিনের খেলা শেষ করে। শাহানুর রহমান ৩৪ ও এনামুল হক জুনিয়র ৩৭ রান করেন। আরাফাত সানি ৪ উইকেট নেন। সঙ্গে মোহাম্মদ আশরাফুল নেন ২ উইকেট।