সাইফ আলি খানকে বিয়ে করে এক সন্তানের মা হয়ে বেশ ভালোই আছেন বলিউড তারকা কারিনা কাপুর। পুত্র তৈমুর এবং চলচ্চিত্র নিয়েই তার যত ব্যস্ততা। কিন্তু সম্প্রতি কাপুর পরিবারের এই সদস্য এসেছেন নতুন আলোচনায়। তিনি নাকি গোপনে ভারতের রাজনৈতিক দল কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গান্ধীর প্রেমে পড়েছিলেন।
রশিদ কিদোয়াই তার লেখা ‘নেতা অভিনেতা: বলিউড স্টার পাওয়ার ইন ইন্ডিয়া’ বইটিতে এই তথ্য প্রকাশ করেছেন। ভারতীয় সংবাদমাধ্যমে বইটির সূত্র ধরে বলা হয়েছে, ২০০২ সালে কারিনা জানিয়েছিলেন তিনি রাহুল গান্ধীর সঙ্গে ডেট করতে ইচ্ছুক!
কেবল তিনিই নন রাহুলও আগ্রহী ছিলেন। রাহুল নাকি সে সময় কারিনা অভিনীত কোনো ছবিই মিস করতেন না। চেষ্টা করতেন, কারিনার সব ছবিই ‘ফার্স্ট ডে ফার্স্ট শো’ দেখার।
তবে এ বিষয়ে কারিনা বা রাহুল গণমাধ্যমে কোনো বক্তব্য দেননি।
মেঘনায় লঞ্চ-কার্গো সংঘর্ষে বেঁচে গেল দুই শতাধিক যাত্রী / মুহূর্তেই ডুবে গেল: ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন….