1. shahinit.mail@gmail.com : dhaka24 : ঢাকা টোয়েন্টিফোর
  2. arifturag@gmail.com : ঢাকা টোয়েন্টিফোর : ঢাকা টোয়েন্টিফোর
রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০২:১০ পূর্বাহ্ন

কোন কথা না আমি ডিভোর্স চাচ্ছি

Dhaka24 | ঢাকা টোয়েন্টিফোর -
  • প্রকাশ | বুধবার, ৩ অক্টোবর, ২০১৮
  • ৭৬ পাঠক

খালাতো বোন সামিয়াকে বেশ অনেকদিন আগেই বিয়ে করেছিলেন মোসাদ্দেক হোসেন। এরপরে বেশ অনেকদিন তাদের শান্তির সংসার গেলেও এরপরে তাদের সংসারে নেমে আসে অশান্তি।

এরপরে তাদের মাঝে ডিভোর্সও হয়ে যায়। এরপরে তাদেরকে নিয়ে সমঝোতায় বসতে চাচ্ছে তদন্তকারী কর্মকর্তা শারমিন শাহজাদী। এই ব্যাপারে তিনি বলেন ,’ দেড় বছর ধরে সামিয়া নাকি মোসাদ্দেককে বলেছে, তুমি আমাকে ছেড়ে দাও। প্রায় সময়েই একথা বলেন। আবার মোসাদ্দেককে সন্দেহও করেন। ডিভোর্সের পর আইনত যেটা পাবে সেটা সামিয়াকে পরিশোধ করবেন বলেও জানিয়েছেন মোসাদ্দেক।

এ বিষয়ে অধিদফতরের প্রোগ্রাম অফিসার শারমিন শাহজাদী বলেন, দুই ভাইকে সঙ্গে নিয়ে সামিয়া অধিদফতরে আসেন। প্রায় পৌনে এক ঘণ্টা তার সঙ্গে কথা বলেছি। সামিয়ার কাছে জানতে চেয়েছি তুমি কী সিদ্ধান্ত নিতে চাও? উত্তরে সামিয়া জানিয়েছে, আমাকে একদিন সময় দেন। আমার ছয় ভাই আমার অভিভাবক। তাদের সঙ্গে কথা বলে আমি সিদ্ধান্ত জানাব। তবে মোসাদ্দেকের কাছে সমঝোতা চাইলে তিনি বলেন ,’ আমি কোন যুক্তি চাচ্ছি না। আমি ডিভোর্স চাচ্ছি।’

উল্লেখ্যএশিয়া কাপের আগেই স্ত্রী সামিয়াকে ডিভোর্স দেন মোসাদ্দেক। আর এশিয়া কাপেই অনুজ্জ্বল ছিলেন মোসাদ্দেক।

লাইক কমেন্ড ও শেয়ার করে সাথে থাকুন-

আরো খবর

© All rights reserved | 2016 dhaka24.net by |

Theme Customized BY WooHostBD