রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে ব্যক্তিগত ৯১ রানে অপরাজিত থেকে গতকাল দিনের খেলা শেষ করেন রাজশাহীর অধিনায়ক জহুরুল ইসলাম অমি। আজ তৃতীয় দিনের শুরুতেই সেঞ্চুরির স্বাদ পেয়েছেন তিনি।।
জহুরুল ইসলামের সেঞ্চুরির পর ভালো অবস্থানে রাজশাহী বিভাগ। প্রথম শ্রেণির ক্রিকেটে এটি তার ১৪তম সেঞ্চুরি। তার এমন দুর্দান্ত সেঞ্চুরিতে ভর করে তৃতীয় দিনের শুরুতেই দলীয় সংগ্রহ পাঁচশত ছাড়িয়েছে রাজশাহী।
টস জিতে ব্যাট করতে নামা খুলনা বিভাগ নিজেদের প্রথম ইনিংসে মাত্র ২১০ রান আলআউট হয়েছে। রাজশাহীর শফিউল আলম ও সানজামুল ইসলামদের বোলিং তোপে খুলনার হয়ে এক তুষার ইমরানের সেঞ্চুরি ছাড়া আর কেউ বড় কোনো ইনিংস খেলতে পারেননি।