1. shahinit.mail@gmail.com : dhaka24 : ঢাকা টোয়েন্টিফোর
  2. arifturag@gmail.com : ঢাকা টোয়েন্টিফোর : ঢাকা টোয়েন্টিফোর
  3. sasujan83@gmail.com : ঢাকা টোয়েন্টিফোর : ঢাকা টোয়েন্টিফোর
  4. mdjihadcfm@gmail.com : ঢাকা টোয়েন্টিফোর : ঢাকা টোয়েন্টিফোর
বৃহস্পতিবার, ২১ অক্টোবর ২০২১, ১১:১৩ অপরাহ্ন

‘নূপুর এখন আমার, রবিবার থেকে আবার তোমার স্ত্রী’

ঢাকা টোয়েন্টিফোর
  • প্রকাশিত | বুধবার, ৩ অক্টোবর, ২০১৮

ভুবনেশ্বর কুমারের আন্তর্জাতিক ক্যারিয়ারের বয়সটা প্রায় ৬ বছর। এই সময়ের মধ্যে নিজেকে ভারতের জাতীয় ক্রিকেট দলের একজন গুরুত্বপূর্ণ সদস্যে পরিণত করেছেন ডানহাতি এই পেসার। বল হাতে নাকাল করেছেন বিশ্বের অনেক বাঘা বাঘা ব্যাটসম্যানকে। সেই ভুবনেশ্বরকেই একবার নাকাল হতে হয়েছিল সতীর্থ শিখর ধাওয়ানের ছেলের কাছে।

ধাওয়ানের ছেলে জোরাভার ধাওয়ানের বয়স মাত্র ৪ বছর। এই বয়সে বাবার সঙ্গে জাতীয় দলের সফরসঙ্গী হয়ে দেশ-বিদেশ দাপিয়ে বেড়াচ্ছে ধাওয়ানপুত্র। এই সূত্রে জাতীয় দলের অন্যান্য ক্রিকেটারদের সঙ্গেও রয়েছে শিশুটির সখ্য। কিন্তু সেই সখ্যই রীতিমতো বিপাকে ফেলে দিয়েছিল ভুবনেশ্বরকে!

একবার তো ভুবনেশ্বর কুমারের স্ত্রী নূপুর নাগরকে নিজের স্ত্রী বলে দাবি করে বসেছিল ধাওয়ানপুত্র। আর সতীর্থের ছেলের এমন দাবি শুনে রীতিমতো হতভম্ব হয়ে গিয়েছিলেন ভুবনেশ্বর। পরবর্তী সময়ে অবশ্য সেই অভিজ্ঞতার কথা জানান ভুবনেশ্বর নিজেই।

এক সাক্ষাৎকারে ভুবনেশ্বের বলেন, ‘একবার আমার স্ত্রী নূপুরের সঙ্গে খেলছিল জোরাভার। তখন আমি জোরাভারকে বলি, ও (নুপূর) আমার স্ত্রী। ওকে বেশি সমস্যায় ফেলো না আবার।’

ভুবনেশ্বরের এমন কথা হয়তো পছন্দ হয়নি ধাওয়ানপুত্রের। তাই তো এমন সতর্কবার্তার জবাবে জোরাভার বলে, ‘এখন নূপুর আমার স্ত্রী। রবিবার থেকে নূপুর আবার তোমার স্ত্রী।’

ভুবনেশ্বর বলেন, ‘ওর মুখে এমন কথা শোনার জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না। যখন শুনলাম, আমি কিছুক্ষণের জন্য চুপ হয়ে গিয়েছিলাম। আশেপাশে উপস্থিত সবাই তো হেসে একাকার। তার বাবা-মা দুজনই সেখানে উপস্থিত ছিলেন। তারাও ছেলের এমন কথা শুনে হেসেছেন।’ সূত্র: মিড-ডে.কম

fb-share-icon35
56

আরো সংবাদ পড়ুন
© All rights reserved &copy | 2016 dhaka24.net
Theme Customized BY WooHostBD