২০১৮ মিস ওয়ার্ল্ডের ফলাফলটি দিয়ে দেওয়া হয়েছে কিছু দিন আগেই। এবারের মিস ওয়ার্ল্ড এর রানার্স আপ নির্বাচিত হয়েছেন নিশাত নাওয়ার। আর মিস ওয়ার্ল্ড নির্বাচিত হয়েছেন ঐশী।
এমন ফলাফলে বেশ খুশিও ঐশী। তবে মন ভেঙ্গেছে নিশাত নাওয়ারের। এই ব্যাপারে তিনি বলেন ,’ ‘খুব অবাক হয়েছি গতকাল প্রচুর অচেনা মানুষ আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন। বার্তাও পেয়েছি প্রচুর। বেশিরভাগ মানুষ আমাকে স্বাগত জানিয়েছেন। আমি সবার প্রতি অনেক কৃতজ্ঞ।’
তিনি আরো বলেন ,’ আমি ইংরেজি সাহিত্য নিয়ে পড়ছি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে। পড়াশোনা শেষ করে সরকারি কর্মকর্তা হতে চাই। পুলিশ অফিসার হওয়া আমার স্বপ্ন।’
পুলিশ হতে চাইলে সুন্দরী প্রতিযোগিতায় কেন? উত্তরে নিশাত বলেন,‘এর পেছনে বেশ কিছু কারণ আছে। আমি চেয়েছি মিস ওয়ার্ল্ডে যেতে। দেশের প্রতিনিধিত্ব করতে। এর পেছনে আরো একটা কারণও আছে। আমি জনসেবামূলক কাজ করতে চাই। এই চাওয়া আমার আগে থেকেই। মিডিয়ায় কাজ করলে পরিচিতি পাওয়া যায়। সহজে মানুষ চেনে। তখন দ্রুত সব মানুষের কাছে পৌঁছানো সম্ভব হয়। আর যদি কোনো প্রতিযোগিতায় কাজ করে জয়ী হওয়া যায়, তাহলে সেটা অনেকখানি সহজ হয় বলেই আমি মনে করি।’