1. shahinit.mail@gmail.com : dhaka24 : ঢাকা টোয়েন্টিফোর
  2. arifturag@gmail.com : ঢাকা টোয়েন্টিফোর : ঢাকা টোয়েন্টিফোর
রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০২:২১ অপরাহ্ন

বিশেষ ক্যাটাগরিতে আফিফ-মোসাদ্দেকের মাসিক বেতন কত ?

Dhaka24 | ঢাকা টোয়েন্টিফোর -
  • প্রকাশ | বুধবার, ৩ অক্টোবর, ২০১৮
  • ১০৩ পাঠক

কেন্দ্রীয় চুক্তিতে থাকা জাতীয় দলের ক্রিকেটারদের বাইরেও যেসব ক্রিকেটাররা প্রথম শ্রেণির ক্রিকেটে নিয়মিত মুখ তাদের নিয়ে বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ড -র থাকে আলাদা চুক্তি।

এবার সেই চুক্তির বাইরে বিশেষ এক ক্যাটাগরি রেখেছে বিসিবি। যেখান রাজ্জাক-তুষারদের সঙ্গে আছে তরুণ আফিফের নামও। প্রথম শ্রেণির ক্রিকেট খেলা ৭৭ জন ক্রিকেটারদের সঙ্গে চুক্তি আছে বিসিবির।

তবে তাদের বেতনের পরিধি ৩০ হাজার টাকার আশেপাশে। এবার অবশ্য ৫ জনকে আলাদা এক ক্যাটাগরিতে রেখে তাদের বেতন বাড়িয়েছে বিসিবি।

এই ৫ জন বেতন পাবেন ৭৫ হাজার টাকা। বিশেষ ক্যাটাগরিতে যারা আছেন– আবদুর রাজ্জাক, তুষার ইমরান, আবু জায়েদ চৌধুরী রাহি, মোসাদ্দেক হোসেন সৈকত ও আফিফ হোসেন ধ্রুব।

১৯ ছুঁইছুঁই আফিফ হোসেন ধ্রুবকে লম্বা রেসের ঘোড়া ভাবছে বিসিবি। বাঁহাতি ব্যাটসম্যান ও ডানহাতে অফব্রেক করা এই ক্রিকেটার ঘরোয়া লিগ ও বয়স ভিত্তিক ক্রিকেটে ইতোমধ্যেই নিজের সামর্থ্যের জানান দিয়েছেন।

৮ টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ৪ টি সেঞ্চুরির দেখা পেয়েছেন আফিফ। বিপিএল অভিষেকেই ৫ উইকেট পাওয়া আফিফের ঝলক দেখা গেছে জানুয়ারিতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও।

ইতোমধ্যে টি-টোয়েন্টিতে জাতীয় দলের হয়ে খেলেও ফেলেছেন ১ ম্যাচ। সেই ম্যাচে বল হাতে ১ উইকেট পেলেও ব্যাট হাতে রান করতে পারেননি আফিফ।

মোসাদ্দেক হোসেন সৈকত ও আবু জায়েদ রাহি অবশ্য সব ফরম্যাটে জাতীয় দলে খুব নিয়মিত না হলেও আসা যাওয়ার মধ্যে থাকা দুই নাম। আর ঘরোয়া লিগে নিয়মিত পারফর্ম করে তো নিজেদেরকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন আব্দুর রাজ্জাক ও তুষার ইমরান।

১ লাখ টাকা বেতনের রুকি ক্যাটাগরিতে আছেন– লিটন কুমার দাস, আবু হায়দার রনি ও নাজমুল হোসেন।

লাইক কমেন্ড ও শেয়ার করে সাথে থাকুন-

আরো খবর

© All rights reserved | 2016 dhaka24.net by |

Theme Customized BY WooHostBD