রাইজিংবিডি ডট কম – খুলনা বিভাগের বিপক্ষে ব্যাট করতে নেমে রাজশাহীর হয়ে গতকাল দ্বিতীয় দিনেই সেঞ্চুরির দেখা পেয়েছিলেন মিজানুর রহমান। তার সঙ্গে সেঞ্চুরি পাওয়ার অপেক্ষায় ছিলেন রাজশাহীর অধিনায়ক জহুরুল ইসলাম অমি।
ব্যক্তিগত ৯১ রানে অপরাজিত থেকে গতকাল দিনের খেলা শেষ করেন জহুরুল। তবে আজ তৃতীয় দিনের শুরুতেই সেঞ্চুরির স্বাদ পেয়েছেন তিনি।
অধিনায়ক জহুরুল ইসলামের সেঞ্চুরির পর ভালো অবস্থানে রয়েছে রাজশাহী বিভাগ। প্রথম শ্রেণির ক্রিকেটে এটি তার ১৪তম সেঞ্চুরি। তার এমন দুর্দান্ত সেঞ্চুরিতে ভর করে তৃতীয় দিনের শুরুতেই দলীয় সংগ্রহ পাঁচশত ছাড়িয়েছে রাজশাহী।
এর আগে টস জিতে ব্যাট করতে নামা খুলনা বিভাগ নিজেদের প্রথম ইনিংসে মাত্র ২১০ রান আলআউট হয়েছে । রাজশাহীর শফিউল আলম ও সানজামুল ইসলামদের বোলিং তোপে খুলনার হয়ে এক তুষার ইমরানের সেঞ্চুরি ছাড়া আর কেউ বড় কোনো ইনিংস খেলতে পারেননি।
মেঘনায় লঞ্চ-কার্গো সংঘর্ষে বেঁচে গেল দুই শতাধিক যাত্রী / মুহূর্তেই ডুবে গেল: ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন….