বিপিএলের ষষ্ঠ আসরকে সামনে রেখে উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন দাসকে বাদ দিয়েই রিটেইন তালিকা প্রকাশ করেছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ফলে লিটন যে নতুন দলে যোগ দিচ্ছেন এটা অনেকটাই নিশ্চিত ছিল।
মঙ্গলবার সিলেট সিক্সার্স তাদের নতুন আইকন ক্রিকেটার হিসেবে লিটন দাসের নাম প্রকাশ করেছে। বিপিএলের গত আসরে দলটির আইকন ক্রিকেটার হিসেবে ছিলেন সাব্বির রহমান।
বিভিন্ন বিতর্কে সাব্বির রহমান আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছেন ছয় মাসের জন্য। বিসিবির কেদ্রীয় চুক্তি থেকেও বাদ পড়েছেন তিনি। ফলে আইকন ক্রিকেটার হিসেবে সাব্বিরের নাম না থাকারই কথা ছিল।
শেষমেশ সেই আশঙ্কাই সত্যি হয়েছে। এদিকে ব্যাট হাতে দারুণ ফর্মে আছেন লিটন দাস। সদ্য শেষ হওয়া এশিয়া কাপের আসরে ১২০ রানের দারুণ এক ইনিংস খেলে ফাইনালের ম্যাচ সেরা হয়েছেন।
সেই পারফর্মেন্সই নতুন দোয়ার খুলে দিয়েছে লিটনের। এদিকে, কুমিল্লা তাদের অধিনায়ক তামিম ইকবাল, ওপেনার ইমরুল কায়েস ও সাইফউদ্দিনকে বিপিএলের আগামী আসরের জন্য রিটেইন করেছে।
সাথে বিদেশি কোটায় পাকিস্তানি অলরাউন্ডার শোয়েব মালিককে আসন্ন মৌসুমের জন্য রেখে দিয়েছে দলটি। ফলে বাদ পড়তে হয়েছিল বাংলাদেশের সম্ভাবনাময় উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন দাসের।