1. shahinit.mail@gmail.com : dhaka24 : ঢাকা টোয়েন্টিফোর
  2. arifturag@gmail.com : ঢাকা টোয়েন্টিফোর : ঢাকা টোয়েন্টিফোর
মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০৯:০১ অপরাহ্ন

এমন ম্যাচও কেউ হারে!

Dhaka24 | ঢাকা টোয়েন্টিফোর -
  • প্রকাশ | বৃহস্পতিবার, ৪ অক্টোবর, ২০১৮
  • ৯৮ পাঠক

এমন ম্যাচেও কোনো দল হারে? জয়ের জন্য ৪৮ বল থেকে প্রয়োজন মাত্র ১২ রান। হাতে আছে ৪ উইকেট। ৫৯ রান নিয়ে অপরাজিত থেকে ব্যাট করছেন শামিম। যে কেউ সহজেই ব্যাটিং দলের উপর বাজি ধরতে পারবে। কিন্তু বিপক্ষ দল যে ভারত। ঘটনাটাই এখানে। ভারত বলেই হয়তো বারবার পচাঁ শামুকে পা কাঁটে বাংলাদেশের।

গত এশিয়া কাপে ভারতের কাছে ২ রানে হার কিংবা সর্বশেষ এশিয়া কাপের ফাইনালে শেষ বলে পরাজিত হওয়ার বেদনা বহন করে চলছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। তাদের পদাঙ্ক অনুসরণ করেই কিনা যুব এশিয়া কাপের সেমিফাইনালে ভারতের কাছে ২ রানে হেরে গেল অনূর্ধ্ব-১৯ দল! সেই সঙ্গে শেষ হয়ে গেল ফাইনাল খেলার স্বপ্ন!

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আজ অনুষ্ঠিত ম্যাচে প্রথমে ব্যাট করে ১৭২ রানে গুটিয়ে যায় ভারত। জবাবে ১৭০ রানে অল আউট হলে সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হয় বাংলাদেশকে।

সংক্ষিপ্ত স্কোরঃ ভারতঃ ১৭২/১০ (৪৯.৩ ওভার) যশসভী জয়সওয়াল ৩৭, আয়ুস বাদনী ৩৬, অনুজ রায়াত ৩৫। শরিফুল ৩/১৬, তৌহিদ ২/৩, মৃত্যুঞ্জয় ২/২৭, রিশাদ ২/৩৬

বাংলাদেশঃ ১৭০/১০ (৪৬.২ ওভার) শামিম ৫৯, আকবর ৪৫ জাঙ্গরা ৩/২৫, দেসাই ৩/২৫

ফলাফলঃ ভারত ২ রানে জয়ী।

লাইক কমেন্ড ও শেয়ার করে সাথে থাকুন-

আরো খবর

© All rights reserved | 2016 dhaka24.net by |

Theme Customized BY WooHostBD