চলন্ত ট্রেনের দরজায় দাঁড়িয়ে ছিলেন এক তরুণী। কানে হেডফোন লাগানো ছিল। অপর দিক থেকে আরেকটি ট্রেন যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে ওই তরুণী শরীরের ভারসাম্য হারিয়ে পা পিছলে ট্রেনের গেট দিয়ে বাইরের দিকে পড়ে যাচ্ছিলেন। ওই সময় ট্রেনের গেটে দাঁড়িয়ে থাকা আরেক যাত্রী তার জামা ধরে ফেলেন।
সম্প্রতি ভারতের মুম্বাইয়ের ঘাটকোপাড় থেকে ভিখরোলি স্টেশনের মাঝে ঘটনাটি ঘটেছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, পুরো ঘটনাটির ভিডিও করেন ট্রেনে থাকা এক যাত্রী। ইতোমধ্যে ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে।
ভিডিওতে দেখা যায়, ওই তরুণী যখন পা পিছলে ট্রেন থেকে নিচে পড়ে যাচ্ছিলেন তখন অন্য এক সহযাত্রী তাকে ধরে ফেলেন। এ সময় কয়েক মুহূর্ত ট্রেনের গেটের বাইরে ঝুলে থাকেন ওই তরুণী। অপর পাশ দিয়ে আরেকটি ট্রেন যাচ্ছিল সেই সময়। ট্রেনটি চলে যাওয়া মাত্র তাকে অন্য আরও কয়েকজন যাত্রীর সহায়তায় ওই তরুণীকে উদ্ধার করা হয়। অল্পের জন্য বেঁচে যান ওই তরুণী।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ট্রেনের ভেতরে জায়গা থাকা সত্ত্বেও দরজায় দাঁড়িয়ে ছিলেন ওই মেয়েটি। ওই তরুণী পুলিশকে বলেন, ফোন আসার পরই ভারসাম্য রাখতে না পেরে পড়ে যাচ্ছিলেন তিনি।