প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া আফগানিস্তান প্রিমিয়ার লিগে দল পেয়েছেন সৌম্য সরকার ও মোহাম্মদ মিথুন। কান্দাহার নাইটসের হয়ে খেলবেন তারা।
যে দলে রয়েছেন তাসকিন আহমেদ। বেশ আগেই তাসকিনকে দলে ভিড়িয়েছিল কান্দাহার। এবার তাসকিন ও মিথুনকেও টেনে নিলো দলটি। বুধবার কান্দাহারের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে আফগানিস্টান ক্রিকেট বোর্ড।
শুক্রবার থেকে শুরু হচ্ছে আফগানিস্তান প্রিমিয়ার লিগের প্রথম আসর। যেখানে খেলবে ৫টি দল। ম্যাচ হবে ২৩টি। ফাইনাল ২১ অক্টোবর।
প্রথম ম্যাচে বৃহস্পতিবার সৌম্য-মিথুন-তাসকিনের কান্দাহার মুখোমুখি হবে তামিম-মুশফিকের নাঙ্গরহারের বিপক্ষে। যদিও চোটের কারণে তামিম-মুশি ঐ দলটির হয়ে এবারের টুর্নামেন্টে খেলতে পারছেন না।
সৌম্য ও মিথুন আলীকে নেয়া দলের নাম কান্দাহার নাইটস। এই দলের হয়ে খেলার জন্য লিগে যোগ দিতে বিসিবির অনুমতি পত্রের জন্য আবেদন করেছেন এই দুই ক্রিকেটার। অনুমতি পেলেই ঢাকা ছাড়বেন তারা।