সৌম্য-বিজয়ের সেঞ্চুরিতে ড্র করল খুলনা , দেখুন স্কোর
জাতীয় ক্রিকেট লীগে (এনসিএল) খুলনার হয়ে খেলছেন বাংলাদেশের দলেও ওপেনিং ব্যাটসম্যান সৌম্য সরকার। তবে মাঝ পথে এশিয়া কাপের খেলার জন্য উড়ে যান আরব আমিরাতে। এশিয়া কাপে দুটি ম্যাচ খেলে তেমন একটা ভালো করতে পারেনি।
এশিয়া কাপের হারের পর দেশে ফিরে বাংলাদেশ দল। বাংলাদেশ দলেও বেশির ভাগ খেলোয়াড়েই খেলছেন না জাতীয় ক্রিকেট লীগে (এনসিএল)। তবে খেলছেন সৌম্য। রাজশাহী বিভাগের টায়ার ১ এর ম্যাচটি ড্র করেছে তার দল। আর এতে এ অপরাজিত সেঞ্চুরি করে মাঠ ছাড়েন সৌম্য।
প্রথম ইনিংসে ৫৫২ রানের পাহাড়সম পুঁজি পেয়েছিল রাজশাহী বিভাগ। জবাবে খেলতে নেমে ৭ উইকেটে ৪৬৭ রান নিয়ে দিন শেষ করেছে খুলনা। সৌম্য করেন অপরাজিত ১০৩ রান।
আগের দিনের ১৮২ রান নিয়ে আজকের দিনের খেলা শুরু করে খুলনা। এর আগে ১২৮ রান নিয়ে অপরাজিত থাকেন তুষার ইমরাল। আজ আবার নেমে ১৫৯ রান করে সানজামুল ইসলামের বলে হামিদুল ইসলাম হিমেলের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি। জাতীয় দলেন আরেক ওপেনার আনামুল হক বিজয় আগের দিনের ৭২ রান নিয়ে খেলতে নেমে ১১৩ রান করে ফরহাদ হোসেনের এলবিডব্লিউয়ের শিকার হন।
পরবর্তীতে সৌম্য এবং নুরুল হাসান সোহান দলের দায়িত্বশীল ব্যাটিংয়ে এগিয়ে যায় খুলনা। তবে সোহান আউট হলেও দলকে ড্র এনে দিয়ে মাঠ ছাড়েন সৌম্য।
এর আগে জহুরুল ইসলামর অপরাজিত ১৬৩ রান ও মিজানুরের ১১৩ রানে ভর করে ৫৫২ রানের পাহাড়সম পুঁজি দাঁড় করায় রাজশাহী বিভাগ।
খুলনা ডিভিশন একাদশ
কাজি নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), খান আব্দুর রাজ্জাক (অধিনায়ক), তুষার ইমরান, জিয়াউর রহমান, আনামুল হক বিজয়, সৌম্য সরকার, নাহিদুল ইসলাম, আফিফ হোসেন, আল-আমিন হোসেন, রবিউল ইসলাম রবি, মেহেদি হাসান।
রাজশাহী ডিভিশন একাদশ
জহুরুল ইসলাম (অধিনায়ক), ফরহাদ রেজা, ফরহাদ হোসেন, জুনায়েদ সিদ্দিকি, নাজমুল হোসেন শান্ত, মিজানুর রহমান, সানজামুল ইসলাম, তাইজুল ইসলাম, সাব্বির রহমান, দেলোয়ার হোসেন।