August 5, 2025, 3:11 am

ফিল্মি স্টাইলে হেলিকপ্টারে করে জেল থেকে পালালেন, এরপর…

Reporter Name 189 View
Update : Thursday, October 4, 2018

প্যারিসের বিখ্যাত রু কারাগার থেকে হেলিকপ্টারে চড়ে জেল পালিয়েছিল আলজেরীয় বংশোদ্ভূত ফরাসি সেই গ্যাংস্টার। ফিল্মি স্টাইলে হেলিকপ্টারে চড়ে জেল থেকে পালিয়েছিল ফ্রান্সের ২৫ বছরের দণ্ডপ্রাপ্ত কয়েদি রেদোয়ান ফাইদ। তবে পালানোর তিন মাস পর গ্যাংস্টার রেদোয়ান ফাইদকে ফের গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে ফ্রান্সের পুলিশ।

প্যারিসের উত্তরে ক্রেইল এলাকা থেকে গত মঙ্গলবার আলজেরীয় বংশোদ্ভূত রেদোয়ান ফাইদ ও তার ভাইসহ তিনজনকে আটক করা হয়।

টাকার গাড়ি লুটের চেষ্টার দায়ে ২৫ বছরের জেল হয় রেদোয়ান ফাইদের। পরে তার সহযোগীরা একটি হেলিকপ্টারে করে তাকে নিয়ে পালিয়ে যায়। সে সময় তিন সহযোগী ভারী অস্ত্র নিয়ে হেলিকপ্টার থেকে ‘রু’ কারাগারের ভেতরে নেমে কোনো রক্তপাত ছাড়াই ফাইদকে নিয়ে হেলিকপ্টারে করে তারা পালিয়ে যায়।

হেলিকপ্টারটি ছিল হাইজ্যাক করা। হেলিকপ্টারটির এক প্রশিক্ষককে আটকে রেখেছিল ছিনতাইকারীরা। অপারেশন শেষে ওই প্রশিক্ষককে মুক্তিও দেয় তারা।

পরে অবশ্য ওই কারাগার থেকে ৬০ কিলোমিটার দূরে পোড়া অবস্থায় হেলিকপ্টারটি খুঁজে পায় পুলিশ। তবে সেখানে সেই গ্যাংস্টারের সন্ধান পাওয়া যায়নি। কারণ তার আগেই সেখান থেকে গাড়িতে করে পালিয়ে যান ফাইদ আর তার সহযোগীরা।

তবে সেভাবে ফিল্মি স্টাইলে পালিয়েও শেষ রক্ষা হলো না রেদোয়ান ফাইদের। শেষ পর্যন্ত পুলিশের জালে ধরা পড়তেই হলো তাকে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর