বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল এখন ওয়েস্ট ইন্ডিজ সফরে। ফিরতি সফরে বাংলাদেশে খেলতে এ বছরই আসছে ওয়েস্ট ইন্ডিজ। আগামী নভেম্বর-ডিসেম্বরে বাংলাদেশ সফরে আসছেন গেইলরা।
ওয়েস্ট ইন্ডিজ দলের আগামী ১৫ নভেম্বর বাংলাদেশে এসে পৌঁছার কথা। সফরে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা রয়েছে তাদের।
চট্টগ্রাম থেকেই সিরিজ শুরু হবে। ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারী দল। এমএ আজিজ স্টেডিয়ামে ক্যারিবীয় দলটির প্রতিপক্ষ থাকছে বিসিবি একাদশ।
২২-২৬ নভেম্বর চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে সিরিজের প্রথম টেস্ট । ৩০ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর দ্বিতীয় টেস্ট ঢাকায়।
এর পর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ৯ ডিসেম্বর এবং ১১ ডিসেম্বর দ্বিতীয় ওয়ানডে হবে।
এর পর ১২ ডিসেম্বর সিলেটে যাবে দুই দল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় ওয়ানডে বসছে ১৪ ডিসেম্বর।
এর পর ১৭ ডিসেম্বর সিলেটেই সিরিজের প্রথম টি-টোয়েন্টি। আর বাকি দুটি টি-টোয়েন্টি ২০ ও ২২ ডিসেম্বর মিরপুরে।