1. shahinit.mail@gmail.com : dhaka24 : ঢাকা টোয়েন্টিফোর
  2. arifturag@gmail.com : ঢাকা টোয়েন্টিফোর : ঢাকা টোয়েন্টিফোর
রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০২:০৮ পূর্বাহ্ন

জন্মাদিনে স্ত্রী সুমিকে নিয়ে যে আবেগঘন কথাগুলো বললেন মাশরাফি

Dhaka24 | ঢাকা টোয়েন্টিফোর -
  • প্রকাশ | শুক্রবার, ৫ অক্টোবর, ২০১৮
  • ৮১ পাঠক

মাশরাফি বিন মুর্তজা ৫ অক্টোবর পূর্ণ করলেন ৩৫ বছর। শুধু আজ তারই জন্মদিন নয় আজ তার ছেলে শাহিলেরও জন্মদিন। জন্মদিনে স্ত্রী সুমিকে নিয়ে বেশকিছু আবেগঘন কথা বলেছেন মাশরাফি।

স্ত্রী সুমিকে নিয়ে মাশরাফি বলেন, ‘ যখন বিয়ে হয়েছে, আমি তখনও উড়নচণ্ডী। জীবন-সংসার সম্পর্কে বোধ কম। সুমিকে একদমই সময় দেইনি। বন্ধু-আড্ডা, ঘুরে বেড়ানো, অনেক কিছুতে ব্যস্ত থাকতাম। সুমি বুঝত আমার কোনটা ভালো লাগে, কোনোদিন অভিযোগ করেনি। নিজের মতো মানিয়ে নিয়েছে’

সংসারের ঝামেলা বা দাবি, কোনোদিন আমাকে বুঝতে দেয়নি। যখন আমি নিজে অনুভব করতে শুরু করলাম, তখন বুঝলাম, কতটা ঝামেলা সয়ে সুমি সংসার সামলেছে, আমাকে বুঝতেও দেয়নি। আমাকে আমার মতো থাকতে দেওয়ার জন্য সুমি দিনের পর দিন নিজেকে নানা পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়েছে।

মাশরাফি আরো বলেন, ‘মায়ার জন্মের সময় যখন সুমির বেঁচে থাকার সম্ভাবনা নেই বললেই চলে, অপারেশনের আগে ওকে জানানো হলো। সুমি খুব সহজভাবে নিলো। আমাকে স্রেফ বলল, “কখনও কোনো অন্যায় করলে ক্ষমা করে দিও।” ওর সাহস, ওর সহ্যশক্তি দেখে আমি স্তম্ভিত হয়ে গেলাম। আমি নিজেকে খুব সাহসী ভাবতাম, ওর তুলনায় তো কিছুই না। এরপর যত বিপদে পড়েছি, ওর ওই সময়ের কথা আমার মনে পড়েছে, অনুপ্রেরণা জুগিয়েছে।’

লাইক কমেন্ড ও শেয়ার করে সাথে থাকুন-

আরো খবর

© All rights reserved | 2016 dhaka24.net by |

Theme Customized BY WooHostBD