1. shahinit.mail@gmail.com : dhaka24 : ঢাকা টোয়েন্টিফোর
  2. arifturag@gmail.com : ঢাকা টোয়েন্টিফোর : ঢাকা টোয়েন্টিফোর
মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০২:০৩ পূর্বাহ্ন

জামিন পেয়ে গেলেন সেই ভয়ানক ধর্ষক ‘বাবা’ রাম-রহিম

Dhaka24 | ঢাকা টোয়েন্টিফোর -
  • প্রকাশ | শুক্রবার, ৫ অক্টোবর, ২০১৮
  • ১১২ পাঠক

ধর্ষণ এবং পুরুষদের অঙ্গছেদনের দায়ে গত বছর জেলে ঢোকানো হয়েছিল ভারতের স্বঘোষিত ধর্মগুরু রাম রহিমকে। গত আগস্টের ওই ঘটনার পর তার অনুগত শিষ্যরা রাস্তায় তাণ্ডব চালিয়েছিল। নিহত হয়েছিল মানুষ। সেই ধর্ষক বাবা রাম রহিম এবার জামিন পেয়ে গেলেন! তাকে জামিন দিয়েছে দিল পাঁচকুলার বিশেষ সিবিআই আদালত।

ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, জামিন পেলেও চৌদ্দশিকের পেছনেই থাকতে হবে ধর্ষক বাবাকে। কারণ তাকে জামিন দেওয়া হয়েছে অনুগামীদের যৌনাঙ্গ কেটে খোঁজা বানিয়ে দেওয়ার মামলায়। কিন্তু তার বিরুদ্ধে যে ধর্ষণের অভিযোগ, তার দায়ে তাকে ২০ বছরের জন্য জেল খাটতেই হবে।

ধর্ষণের মামলার পাশাপাশি রাম রহিমের বিরুদ্ধে তার ৪০০ অনুগামীর যৌনাঙ্গচ্ছেদনের অভিযোগ উঠেছিল। রাম রহিম বলত, এভাবেই নাকি সকলে ঈশ্বরকে পাবে। গত ২৩ অগস্ট ওই মামলায় জামিনের আবেদন করেছিল রাম রহিম। খারিজ হয়ে গিয়েছিল সেই আবেদন। পরে পাঁচকুলার বিশেষ সিবিআই আদালতে মঞ্জুর হল সেই আবেদন। কিন্তু তাতে বাইরের মুক্ত বাতাসে আসা হলো না অনেক অপকর্মের হোতা এই ভণ্ড বাবার।

লাইক কমেন্ড ও শেয়ার করে সাথে থাকুন-

আরো খবর

© All rights reserved | 2016 dhaka24.net by |

Theme Customized BY WooHostBD