পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গ চলতি বছরের মে মাসে বিয়ের পিঁড়িতে বসেছিলেন টালিউডের তারকা অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। তারপর থেকেই বাসর রাতের পরের সকালসহ নিজদের দাম্পত্য জীবনের একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন নায়িকা। কখনও শাড়ি, সিঁদুরের ঘরোয়া লুক। কখনও বা গাউনের ওয়ের্স্টান লুক। কিন্তু এবার একটু অন্যরকম ছবিই দেখা গেল।
বিয়ের আগে অনেক খুল্লামখুল্লা ছবি দেখা গেছে শুভশ্রীর। কিন্তু বিয়ের পর এতদিন পর্যন্ত তেমন কোনো ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেননি তিনি। তবে এবার করলেন। গত ৩০ সেপ্টেম্বর সোশ্যাল মিডিয়ায় একটি সাদা-কালো ছবি দিয়েছেন নায়িকা। যেখানে ধরা পড়েছে তার বোল্ড লুক।
ছবির ক্যাপশনে শুভশ্রী লিখেছেন, ‘নিজের মতো করে সুন্দর হও।’
অর্থাৎ নায়িকা ভক্তদের উদ্দেশ্যে বাণী দিয়েছেন, সৌন্দর্যের সংজ্ঞা একেক জনের কাছে একেক রকম। তাই বাহ্যিক নয়, ভিতরের সৌন্দর্যই আসল। কে কী বললেন, সেটা মনে না রেখে নিজের শর্তে সুন্দর হওয়ার পরামর্শ দিয়েছেন এই তারকা অভিনেত্রী।