বাংলাদেশ ক্রিকেট দলের সেরা অধিনায়ক ও বর্তমান ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার আজ ৩৬তম জন্মদিন। জীবনের ৩৫টি বষন্ত পার করে তিনি এখনো বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন ।
১৯৮৩ সালে নড়াইলের এক সম্ভান্ত পরিবারে জন্ম হয় কৌশিক তথা ক্যাপ্টেন মাশরাফির। আর ২০১৪ সালের এই দিনেই জন্ম হয় তার ছেলে সাহেলের। অর্থাৎ আজ বাপ বেটার জন্মদিন।
মাশরাফির জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন সতীর্থ সহ শুভাকাঙ্খীরা। সামাজিক মাধ্যমে মাশরাফির জন্মদিন ঘিরে উচ্ছ্বাস প্রকাশ পাচ্ছে।
মাশরাফির জন্মদিন উপলক্ষে নিজের ফেসবুকে বার্তা দিয়েছেন বাংলাদেশের অন্যতম পেসার রুবেল হোসাইন। তিনি তার ফেসবুকে লিখেছেন, ‘শুভ জন্মদিন মিস্টার ক্যাপ্টেন অনেক অনেক দোয়া আপনার ও আপনার পরিবারের জন্য ..’