এবারের বিপিএলে আরও একটা ভেন্যু বাড়ানোর পরিকল্পনা করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল,এগিয়ে থাকছে রাজশাহী! সবকিছু ঠিক থাকলে তেরোখাদিয়ায় অবস্থিত শহিদ কামরুজ্জামান স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে বিপিএলের ৮-১০ টি ম্যাচ!
আজ সন্ধ্যায় মুঠোফোনে এ তথ্য জানিয়েছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য ও টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। তিনি বলেন, ‘ডিবিএল গ্রুপের সাথে আমাদের আলোচনায় ইতিবাচক সাড়া দিয়েছে তারা। আসন্ন মৌসুমে চিটাগাংয়ের দলের মালিকানা নিচ্ছে ডিবিএল। টুর্নামেন্টে নিজেদের ধরে রাখা চার ক্রিকেটারের নামও জানিয়েছে তারা।’
ডিবিএল গ্রুপ কর্তৃক ধরে রাখা চার ক্রিকেটারের তিনজনই বিদেশি। তারা হলেন নিউজিল্যান্ডের উইকেটরক্ষক ব্যাটসম্যান লুক রঙ্কি, জিম্বাবুয়ের অফস্পিনিং অলরাউন্ডার সিকান্দার রাজা, আফগানিস্তানের পেস বোলিং অলরাউন্ডার নাজিবউল্লাহ জাদরান ও বাংলাদেশের বাঁহাতি স্পিনার সানজামুল ইসলাম।
এছাড়া রাজশাহী কিংস তাদের আইকন ক্রিকেটার হিসেবে মোস্তাফিজুর রহমানকে নেয়ায় এবং গতবার চট্টগ্রামের আইকন সৌম্য সরকার এবারের আইকন তালিকা থেকে বাদ পড়ায় নিশ্চিতভাবেই চট্টগ্রামের দলে আইকন হিসেবে যোগ দেবেন গত মৌসুমে রাজশাহীর হয়ে খেলা মুশফিকুর রহিম।
গাজীপুরে হোটেলে অনৈতিক কাজে লিপ্ত অবস্থায় ৩৩ নারী-পুরুষ আটক ভিডিওটি দেখুন….
মেঘনায় লঞ্চ-কার্গো সংঘর্ষে বেঁচে গেল দুই শতাধিক যাত্রী / মুহূর্তেই ডুবে গেল: ভিডিওটি দেখুন….