1. shahinit.mail@gmail.com : dhaka24 : ঢাকা টোয়েন্টিফোর
  2. arifturag@gmail.com : ঢাকা টোয়েন্টিফোর : ঢাকা টোয়েন্টিফোর
  3. sasujan83@gmail.com : ঢাকা টোয়েন্টিফোর : ঢাকা টোয়েন্টিফোর
  4. mdjihadcfm@gmail.com : ঢাকা টোয়েন্টিফোর : ঢাকা টোয়েন্টিফোর
মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর ২০২১, ১০:৩৭ পূর্বাহ্ন

সালমানের ‘গোপন স্ত্রী’ ভারতী!

ঢাকা টোয়েন্টিফোর
  • প্রকাশিত | শুক্রবার, ৫ অক্টোবর, ২০১৮

বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর তিনি। কিন্তু এবার নাকি ভাইজানের সঙ্গী হচ্ছেন টেলিভিশনের ‘কমেডি কুইন’ ভারতী সিং? ভাবছেন সঙ্গী মানে? তাহলে কি সালমান খান বিয়ে করছেন?

চলুন বিষয়টি খোলসা করা যাক। জানা যাচ্ছে, সালমান খানের শো বিগ বস-১২ এ তার সঙ্গী হিসেবে দেখা যাবে ভারতীকে। যেখানে সালমানের ‘হিডেন ওয়াইফ’ অর্থাৎ ‘গোপন স্ত্রী’ হিসেবে দেখা মিলবে এ ভারতীকে। ভাইজানের সঙ্গেই তাকে স্টেজ শেয়ার করতে দেখা যাবে।

তাই বিগ বস ১২-এর দর্শকরা এবার এমনই চমক দেখতে পাবেন।

শুধু তাই নয়, এবারের বিগ বসের মঞ্চে আরও ৯ জনের দেখা মিলবে। যার মধ্যে থাকবেন সঞ্জয় দত্তও। যাকে একসময় বিগ বসের মঞ্চে সালমান খানের সহসঞ্চালক হিসেবে দেখা গেছে।

ভারতীয় এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বিগ বসের ঘরে আরও আগেই আসার কথা ছিল ভারতী সিংয়ের। কিন্তু আচমকাই অসুস্থ হয়ে পড়েন তিনি। সেই কারণেই বেশ কিছুদিন পিছিয়ে যায় বিগ বসে ভারতীর যোগ দেয়া।

উল্লেখ্য, গোয়ায় বিগ বসের আসর শেষ হওয়ার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ভারতী। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বেশ কিছুদিন মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে চিকিৎসা নেন ভারতী। সেখান থেকে সুস্থ হয়ে ফিরে আসার পরই এবার ভারতীকে দেখা যাবে ভাইজানের শোতে। সূত্র: জিনিউজ

fb-share-icon35
56

আরো সংবাদ পড়ুন
© All rights reserved &copy | 2016 dhaka24.net
Theme Customized BY WooHostBD