1. shahinit.mail@gmail.com : dhaka24 : ঢাকা টোয়েন্টিফোর
  2. arifturag@gmail.com : ঢাকা টোয়েন্টিফোর : ঢাকা টোয়েন্টিফোর ডটনেট
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০৬:১০ পূর্বাহ্ন

অন্ধ ক্রিকেটার ডাবল সেঞ্চুরি তাও টি-টোয়েন্টিতে

Dhaka24 | ঢাকা টোয়েন্টিফোর -
  • প্রকাশ | শনিবার, ৬ অক্টোবর, ২০১৮
  • ১২৮ পাঠক

একে তো অন্ধ, তারওপর টি-টোয়েন্টি। চোখ বন্ধ করে একবার কল্পনা করুন তো, এমন কেউ কোনো ক্রিকেটার যদি একাই একটি ডাবল সেঞ্চুরি উপহার দিয়ে বসেন, তাহলে সেটিকে কেন পৃথিবীর সপ্তাচার্যের একটি বলা যাবে না?

তেমনই এক বিস্ময়কর ঘটনার জন্ম দিয়েছেন দক্ষিণ আফ্রিকার অন্ধ ক্রিকেটার ফারদি বোর। গত এক সপ্তাহ ধরে দক্ষিণ আফ্রিকাজুড়ে তুমুল আলোচনার বিষয় টি-টোয়েন্টিতে তার ডাবল সেঞ্চুরি।

কিন্তু ফারদি বোরের এই ডাবল সেঞ্চুরি যতটা না আনন্দ নিয়ে এসেছিল, তার চেয়ে বেশি বিষাদ ছেয়ে গেছে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাকাশে। কারণ, সপ্তাহান্তেই হঠাৎকরে মৃত্যুবরণ করেন দক্ষিণ আফ্রিকা ব্লাইন ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি এবং জাতীয় ব্লাইন্ড ক্রিকটে দলের অধিনায়ক সনওয়াবিল বিদলা।

ব্লাইন্ডদের জন্য আয়োজিত প্রোভিন্সিয়াল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে আবার বোর এবং বিদলা ছিলেন পরস্পর প্রতিদ্বন্দ্বী। তার আগের ম্যাচেই ফ্রি-ল্যান্ডের বিপক্ষে বোল্যান্ডের হয়ে ফারদি বোর খেলেন ২০৫ রানের অবিশ্বাস্য ইনিংসটি।

লাইক কমেন্ড ও শেয়ার করে সাথে থাকুন-

আরো খবর

© All rights reserved | 2016 dhaka24.net by |

Theme Customized BY WooHostBD