আফগান প্রিমিয়ার লিগে তাসকিনের ম্যাচগুলোর সময়সূচি…
অক্টোবর শুরু হয়েছে আফগানিস্তান প্রিমিয়ার লীগ (এপিএল) প্রথম আসর। এই আসরে খেলছেন বাংলাদেশের তাসকিন আহমেদ। তার দল কান্দাহার নাইটস।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অনাপত্তিপত্র পেয়ে তাসকিন এখন দুবাই। ২৩ বছর বয়সী এই ফাস্ট বোলারের বিপিএল বাদে এটাই প্রথমবারের মতো কোন বৈশ্বিক আসরে অংশগ্রহণ।
এদিকে একই দলের হয়ে খেলার কথা ছিল টাইগার ওপেনার সৌম্য সরকার এবং মোহাম্মদ মিথুনের। তবে বাংলাদেশ দলের আসন্ন সিরিজগুলোর কথা বিবেচনা করে বিসিবি ছাড়পত্র দেয়নি তাঁদের।
৬ই অক্টোবর প্রথম ম্যাচে মাঠে নামবে কান্দাহার।
কান্দাহার নাইটসের স্কোয়াড :
ব্রেন্ডন ম্যাককালাম, আসগর আফগান (অধিনায়ক), পল স্টারলিং, তাইমাল মিলস, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, তাসকিন আহমেদ, কেভিন ও’ব্রায়ন, নাজিবুল্লাহ জাদরান, করিম জানাত, হামজা হোতাক, করিম সাদিক, সৈয়দ শিরজাদ, মোহাম্মদ নাভীদ, ওয়াকার, আব্দুল বাকী, ওয়াহেদ শাফাক, ওয়াকারুল্লাহ ইশাক এবং নাসির জামাল।