এ বারে পর্নস্টারের নজরে পড়লেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। মার্কিন যুক্তরাষ্ট্রের নামী নীল ছবি-তারকা অভিনেত্রী রিচেল রায়ান বিরাট কোহলির একটি উদ্ধৃতি নিজের টুইটারে শেয়ার করেন। তার পরেই ভাইরাল হয়ে যায় সে়টি।
‘আত্মবিশ্বাস ও কঠিন পরিশ্রম মানুষের জীবনে সাফল্য এনে দিতে পারে’— বিরাট কোহলির এই বিখ্যাত উদ্ধৃতিটি নিজের টুইটার অ্যাকাউন্টে শেয়ার করেন রিচেল। সেই টুইটটি রিটুইটও করেন প্রচুর ভারতীয়। সেই সঙ্গে অনেকে টুইটটি নিয়ে ঠাট্টা-মস্করাতেও মাতেন।
প্রসঙ্গত, এই পর্ন-তারকা মার্কিন মুলুকে যথেষ্ট বিখ্যাত। টুইটার পেজে তাঁর ফলোয়ারের সংখ্যা প্রায় আড়াই লক্ষ। এ হেন নীল ছবির অভিনেত্রীর আচমকা বিরাট কোহলির উদ্ধৃতি শেয়ার করা ঘিরেই এখন চর্চা শুরু হয়েছে বিভিন্ন মহলে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত বিরাট কোহলি কোনও প্রতিক্রিয়া জানাননি।