শুক্রবার (৫ অক্টোবর) শুরু হয়েছে আফগানিস্তান প্রিমিয়ার লিগের (এপিএল) আসর। প্রতিযোগিতাটিতে কান্দাহার নাইটসের হয়ে নাম লিখেছেন তিন বাংলাদেশি ক্রিকেটার সৌম্য সরকার, তাসকিন আহমেদ ও মোহাম্মদ মিথুন। আফগানদের পুরো আসরটি হবে আরব আমিরাতে। ইতোমধ্যে দেশ ছেড়েছেন পেসার তাসকিন আহমেদ। আর শুক্রবার (৫ অক্টোবর) পাড়ি দেয়ার কথা ছিলো সৌম্য-মিথুনের।
কিন্তু হঠাৎ করেই বিসিবির পক্ষ থেকে জানানো হয়, জাতীয় দলের কথা চিন্তা করা দুইজনের একজনকেও এপিএলে খেলতে দেয়া হচ্ছে না।
তবে একদিনের মাথায় বিসিবির সিদ্ধান্তটি আমলে নিয়েছেন জাতীয় দলের অভিজ্ঞ দুই ব্যাটসম্যান। তার নিশ্চয়তা পাওয়া যায় ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজের এক বিশেষ প্রতিবেদনে।