রাজকোট টেস্টের দ্বিতীয় দিনটা ছিল রবীন্দ্র জাদেজার জন্য মিশ্র অনুভূতির। কেননা এই দিনেই তো প্রথমবারের মতো সাদা পোশাকে সেঞ্চুরির স্বাদ পান তিনি। আবার এই একই দিনে অধিনায়ক ও সতীর্থদের বকাঝকাও খেয়েছেন ২৯ বছর বয়সী ভারতীয় অলরাউন্ডার।
কিন্তু কী এমন হয়েছিল যার জন্য জাদেজার ওপর খেপে গিয়েছিলেন বিরাট কোহলি-রবিচন্দ্রন অশ্বিনরা?
তখন নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করছিল উইন্ডিজ। মাথার ওপর ৬৪৯ রানের বিশাল সংগ্রহের বোঝা। হাতে রয়েছে ৭ উইকেট, অথচ ততক্ষণে উইন্ডিজের স্কোরকার্ডে জমা পড়েছে ৩২ রান। ওই সময় স্ট্রাইক এন্ডে ছিলেন শিমরন হিটমেয়ার আর বোলিংয়ে রবিচন্দ্রন অশ্বিন। ডানহাতি এই স্পিনারের করা পঞ্চম বল মিড অনে পাঠান হিটমেয়ার।
বল চলে যায় জাদেজার হাতে। কিন্তু ওই সময় রান নিতে গিয়ে দুই ক্যারিবিয়ান ব্যাটসম্যানের মধ্যে ভুল বোঝাবুঝি হয়। হিটমেয়ার আর সুনীল আমব্রিস দুজনই চলে আসেন উইকেটরক্ষকের প্রান্তে। দুই ব্যাটসম্যান একই প্রান্তে চলে যাওয়ায় মিড অনে দাঁড়ানো জাদেজা বলটি ধরে নন-স্ট্রাইক এন্ডে অশ্বিনের কাছে পাঠালেই রান আউট হয়।
জাদেজা অবশ্য তা করেননি। নিজেই জগিং করতে করতে দৌড়ে যান নন-স্ট্রাইকিং এন্ডে। হিটমেয়ার অবশ্য শেষ চেষ্টা করেছিলেন তখন। দ্রুত নন-স্ট্রাইক এন্ডে পৌঁছানোর চেষ্টা করেন। অবশ্য তার আগেই দৌড়ে গিয়ে নিজ হাতে স্টাম্প ভেঙে দেন জাদেজা। এতে হিটমেয়ার রান আউট হলেও জাদেজার ওপর খেপে যান কোহলি। চটে যান অশ্বিনও।
মাঠেই দুজনে মিলে বকাঝকা শুরু করে দেন জাদেজাকে। অবশ্য জাদেজার তাতে সম্বিত ফেরেনি। তিনি দুজনের দিকে তাকিয়ে হাসতে থাকেন। পরবর্তী সময় নিজেদের সামলে নেন কোহলি-অশ্বিনও।
মাঠে জাদেজার ওপর খেপে ‘বকাঝকা’ করলেন কোহলি-অশ্বিন!
বিশ্রামে থাকার পাত্র নন মুশফিক
ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ, ১২ ওভার শেষে দেখুন স্কোর
যুব এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে কোন দল ?
দুই সহঅধিনায়ক বানিয়ে পাকিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়া দল ঘোষণা
অবাক ক্রিকেটবিশ্ব! অন্ধ ক্রিকেটার ডাবল সেঞ্চুরি তাও টি-টোয়েন্টিতে, দেখুন বিস্তারিত-
মেকআপ ছাড়া কেমন দেখায় সুন্দরী ‘জবা’-কে!