রচনা বন্দ্যোপাধ্যায়৷ এই নামটা এখনও ইন্ডাস্ট্রির সঙ্গে ওতোপ্রতোভাবে জড়িত৷ সিনেমা তিনি করেন না ঠিকই তবে ‘দিদি নং ১’ এর সুবাদে রচনার গ্ল্যামারের ছটায় ঝড় ওঠে টলিপাড়ায়৷ কথায় বলে এজ ইজ জাস্ট আ নাম্বার৷ রচনার ক্ষেত্রেও তেমনটাই হল৷ হটপ্যান্ট এবং ক্রপ টপে এই কথার সত্যতা বিচার হয়েছে৷
থাইল্যান্ডে ঘুরতে গিয়ে একের পর এক ছবি আপলোড করেছেন৷ এই বয়সেও নিজের ফিগার ধরা রেখেছেন রচনা৷ ছবিতে ফ্ল্যাট অ্যাবস, টোনড বডি শো অফ করছেন টলিডিভা৷ কেবল ফিগার নয় নিজের একটা স্টাইল স্টেটমেন্টও ক্রিয়েট করেছেন নায়িকা৷ ফ্রিঞ্জড ক্রপ টপের পম পম দেওয়া স্ট্রিং৷
যা দেখে জেন ওয়াইয়ের মেয়েরা ভির করেছেন রচনার ইনস্টাগ্রামের কমেন্ট সেকশনে৷ এছাড়াও ব্যাকলেস গাউনেও ধরা দিলেন সুন্দরী৷
থাইল্যান্ডে নিজের গার্লগ্যাংয়ের সঙ্গে হলিডেতে গিয়েছেন নায়িকা৷ কখনও সমুদ্রসৈকতে তো কখনও শ্যাকসে বসে, একের পর এক সেলফিতে গ্ল্যামারের চুঁইয়ে পড়ছে৷
রচনার পাশাপাশি রচনার বান্ধবীদের সৌন্দর্যও দেখার মতো৷ রচনার পাশাপাশি তাদের থেকেও চোখ ফেরানো বেশ মুশকিল৷