নীল দুনিয়া কাঁপিয়ে বলিউডে পা রাখার পর থেকেই একের পর এক ব্যবসাসফর চলচ্চিত্র উপহার দিচ্ছেন সাবেক পর্নোস্টার সানি লিওন। অতীথ ফেলে সামনে চলার কথা বারবার বললেও বলিউডের ছবিগুলোতেও তাকে বেশ খোলামেলা দেখা যাচ্ছে।
অতীত জীবন এবং বলিউডে এসে খোলামেলা চরিত্রে অভিনয়ের জেরে অনেকেই তাকে বাসা ভাড়া পর্যন্ত দিতে রাজি হচ্ছিলেন না।
সেই সানি সম্প্রতি নতুন একটি ভিডিও প্রকাশ করেছেন। সেই ভিডিওতে একটি বার্তাও দিয়েছেন তিনি। নীল দুনিয়া কাঁপানো সানি এবার অসহায় নারী ও শিশুদের জন্য কাজ করছেন। তাদের জন্য ফান্ড গঠনের কাজে অংশ নিয়েছেন। তারই ধারাবাহিকতায় ওই ভিডিও প্রকাশ করেন তিনি।
ভিডিওতে সানি বলেন, ভারতে অসহায় নারী ও শিশুর সংখ্যা অসংখ্য। তারা মৌলিক চাহিদা থেকে বঞ্চিত হচ্ছে। কিন্তু তাদের পাশে দাঁড়ানোর তেমন কেউ নেই।
তিনি আরো বলেন, তাদের সহযোগিতা করা খুব দরকার। সেটা করা হলে তারা স্বাভাবিক জীবন যাপন করতে পারবে। আমি সবাইকে অনুরোধ করবো সাধ্য অনুযায়ী এসব নারী ও শিশুদের পাশে দাঁড়ান। এটা মানুষ হিসেবে আমাদের কর্তব্য। প্লিজ, এগিয়ে আসুন।