
এশিয়া কাপে বাংলাদেশের বিপক্ষে হারের পর এখনো স্বাভাবিক হতে পারেনি পাকিস্তান, মনে করছেন দেশটির সাবেক ফাস্ট বোলার ওয়াকার ইউনুস। বরঞ্চ নিজেদের গুছিয়ে নিতে একটু সময় লাগবে পাকিস্তানের বলে মনে করছেন তিনি।
সম্প্রতি অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের সিরিজে অংশ নিতে আরব আমিরাতে অবস্থান করছে পাকিস্তান। আগামী রবিবারে সিরিজের প্রথম টেস্ট মুখোমুখি হবে তাঁরা। এর আগেই ওয়াকার বললেন,
‘এশিয়া কাপে বাংলাদেশের বিপক্ষে বড় হারের কারণে এখনো ভুগছে পাকিস্তান। নিজেদের গোছাতে আরও সময় নেবে তাঁরা। এখন টেস্ট ম্যাচ নাকি ওয়ানডে ম্যাচ খেলবে তা কথা নয়।
‘পাকিস্তান দল হিসেবে অনেক বেশি ভাল। কিন্তু এশিয়া কাপে এমন বাজে ফলাফলের পর তাঁরা কি ঘুরে দাঁড়াতে পারবে? এই প্রশ্ন করা যেতেই পারে। আর উত্তরের জন্য আমাদের অপেক্ষা করতে হবে।’