ব্যাট, বল, ফিল্ডিং সব ক্ষেত্রেই ভারতের বিপক্ষে হতশ্রী চেহারা দেখে ওয়েস্ট ইন্ডিজ দলের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন হরভজন সিং। কিংবদন্তি এই স্পিনারের এমন মন্তব্যে বিতর্কের ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ক্যারিবিয়ানদের ভারতের ঘরোয়া ক্রিকেট খেলার যোগ্যতা নেই এমনটাই ইঙ্গিত দিয়েছিলেন তিনি।
শুক্রবার টুইট পোস্টে ভাজ্জি লিখেন, ওয়েস্ট ইন্ডিজ দলকে সম্মান করেই বলছি। আমার একটা প্রশ্ন আছে। এই টিমটা কি প্লেট গ্রুপ থেকে রঞ্জির কোয়ার্টারে কোয়ালিফাই করতে পারত? এলিট থেকে পারত না।
হরভজনের এমন বক্তব্যের পরেই টুইটারে একের পর এক আক্রমণ চালাতে থাকে ভারতের ক্রিকেট মোদীরাই।
এক টুইটার ব্যবহারকারী লিখেছেন, সদ্য সমাপ্ত ইংল্যান্ড সফরে ভারতের পারফরম্যান্স দেখেও এরকম মন্তব্য আসতে পারত। অপর আরেকজন লিখেছেন, হরভজনের মতো ক্রিকেটারের থেকে বিপক্ষকে সম্মান দেখানোটা প্রত্যাশিত।
অভিমন্যু নামের আরেকজন লিখেছেন, সম্মান দেখানোর চেষ্টা করেন না কেনো? সম্প্রতি ইংল্যান্ডের মাটিতে ও পাকিস্তানের বিপক্ষে আরব আমিরাতে টেস্ট জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। বর্তমানে দলটিতে কয়েকজন মূল খেলোয়াড় খেলতে পারছে না।
গাজীপুরে হোটেলে অনৈতিক কাজে লিপ্ত অবস্থায় ৩৩ নারী-পুরুষ আটক ভিডিওটি দেখুন….
মেঘনায় লঞ্চ-কার্গো সংঘর্ষে বেঁচে গেল দুই শতাধিক যাত্রী / মুহূর্তেই ডুবে গেল: ভিডিওটি দেখুন….