1. shahinit.mail@gmail.com : dhaka24 : ঢাকা টোয়েন্টিফোর
  2. arifturag@gmail.com : ঢাকা টোয়েন্টিফোর : ঢাকা টোয়েন্টিফোর ডটনেট
July 9, 2025, 4:16 pm

বেন কাটিংয়ের বোলিং তান্ডবেই হারল তাসকিনের কান্দাহার

News desk | Dhaka24-
  • Publish | Sunday, October 7, 2018,
  • 128 View

আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) প্রথমবারের মত আয়োজন করেছে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি লিগের। আফগান প্রিমিয়ার লিগে বাংলাদেশ থেকে ডাক পেয়েছিলেন তামিম, মুশফিক সহ বেশ কয়েকজন তারকা ক্রিকেটার।

তবে শেষ পর্যন্ত প্রথম বারের মত ডাক পাওয়া একমাত্র তাসকিন আহমেদ উড়াল দিয়েছেন। তবে প্রথম ম্যাচের একাদশে যায়গা হয়নি তাসকিনের। হেরেছে তাসকিনের কান্দাহার নাইটস।

মূলত বেন কাটিংয়ের বোলিং তান্ডবেই হেরেছে কান্দাহার। কান্দাহার প্রথমে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে মাত্র ১৩৯ রান করে, করিম জানাত সর্বোচ্চ ৩৯, কেভিন ও’ব্রায়েন ২২ ও ওপেনার স্টার্লিং ১৮ ও ব্রেন্ডন ম্যাককলাম ১৯ রান করেন। বেন কাটিং ৪ ওভারে মাত্র ২৮ রানের বিনিময়ে ৫ উইকেট শিকার করেন।

জবাবে খেলতে নেমে ওপেনার নাজিব তারাকাই ২৫, চার্লস ৩০ রানের পর হাসমত উল্লাহ অপরাজিত ২৬ ও শফিক উল্লাহ অপরাজিত ৩৫ রানের ইনিংস খেলে ৪ উইকেট হারিয়ে ১৮.৩ ওভারে ১৪২ রান সংগ্রহ করে ৯ বল হাতে রেখেই ৬ উইকেটের জয় পেয়ে টুর্নামেন্টে শুভ সূচনা করে নাগনাহার লিউপার্ডস।

 

গাজীপুরে হোটেলে অনৈতিক কাজে লিপ্ত অবস্থায় ৩৩ নারী-পুরুষ আটক ভিডিওটি দেখুন….

 

মেঘনায় লঞ্চ-কার্গো সংঘর্ষে বেঁচে গেল দুই শতাধিক যাত্রী / মুহূর্তেই ডুবে গেল: ভিডিওটি দেখুন….

 

More news

© All rights reserved | 2016 dhaka24.net by |

Theme Customized BY WooHostBD