ক্যারিবিয়ান ক্রিকেট তারকা ক্রিস গেইল আবারো আলোচনায়। তবে এবার তার ব্যাটিং তান্ডব দেখে না এবার এই ক্যারিবিয়ান দানব আলোচনায় অসাধারণ এক ক্যাচ ধরে।
কানডায় গ্লোবাল টি-টোয়েন্টি ক্রিকেটের ফাইনালে একহাতে দুরন্ত ক্যাচ নিয়ে ক্রিকেটবিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের এই তারকা ক্রিকেটার।
গত রোববার কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টি ক্রিকেটের ফাইনালে গেইলের ভ্যাঙ্কুভার নাইটসের বিপক্ষে খেলতে নেমেছিল ওয়েস্ট ইন্ডিজ বি দল। গেইল ফিল্ডিং করছিলেন প্রথম স্লিপে। লেগ স্পিনার ফাওয়াদ আহমেদ করছিলেন বোলিং। উইকেটে ছিলেন কাভেম হজ।
দেখুন গেইলের অসাধরণ ক্যাচটির ভিডিও…
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
ফাওয়াদের বল কাভেমের ব্যাট ছুঁয়ে প্রথম স্লিপে যায়। গেইল বাঁদিকে ঝাঁপিয়ে পড়েন। বল তার বা হাতে লেগে মাটিতে পড়ে যাচ্ছিল। তখনই ডান হাতে ক্যাচটি ধরে নেন গেইল। কঠিন ক্যাচটি ধরে নেওয়ার পর ব্যাটসম্যানও অবাক হয়ে যায়।গেইলকে নিয়ে আনন্দে মেতে ওঠেন তার সতীর্থরা।
ফাইনালে ক্যারিবীয় বি দলকে ৭ উইকেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় ক্রিস গেইলের ভ্যাঙ্কুভার নাইটস।
এদিন কানাডার কিং সিটি স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ বি দল ১৪৫ রানে অলআউট হয়ে যায়। দলের হয়ে সর্বোচ্চ ৪১ রান করেন ক্যারিবীয় ব্যাটসম্যান ফাবিনা অ্যালিন।
টার্গেট তাড়া করতে নেমে নির্ধারিত ওভারের ১৫ বল আগেই জয়ের বন্দরে পৌঁছে যায় ভ্যাঙ্কুভার নাইটস। দলের হয়ে গেইল অবশ্য ২ রানের বেশি করতে পারেননি। তবে ফিল্ডিংয়ের সময়ে ক্যাচ নিয়ে আলোচনায় ঝড় তুলেন।
গাজীপুরে হোটেলে অনৈতিক কাজে লিপ্ত অবস্থায় ৩৩ নারী-পুরুষ আটক ভিডিওটি দেখুন….
মেঘনায় লঞ্চ-কার্গো সংঘর্ষে বেঁচে গেল দুই শতাধিক যাত্রী / মুহূর্তেই ডুবে গেল: ভিডিওটি দেখুন….