1. shahinit.mail@gmail.com : dhaka24 : ঢাকা টোয়েন্টিফোর
  2. arifturag@gmail.com : ঢাকা টোয়েন্টিফোর : ঢাকা টোয়েন্টিফোর ডটনেট
মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ১০:১২ পূর্বাহ্ন

‘সাকিব ও মাশরাফি ভাইকে বলবো আমাকে ওপেনিংয়ে নামানোর জন্য’

Dhaka24 | ঢাকা টোয়েন্টিফোর -
  • প্রকাশ | রবিবার, ৭ অক্টোবর, ২০১৮
  • ১১৬ পাঠক
‘সাকিব ও মাশরাফি ভাইকে বলবো আমাকে ওপেনিংয়ে নামানোর জন্য’

এশিয়ার গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ইনজুরিতে পড়েন বাংলাদেশের ওপেনিং ব্যাটসম্যান তামিম ইকবালকে টুর্নামেন্ট থেকে ছিকটে পড়েন। এরপর এশিয়াকে ওপেনিংয়ে বার বার পরিবর্তন করতে হল। এ ছাড়াও বাংলদেশের ওপেনিং জুটি দীর্ঘদিন ধরে সমস্যা। এক প্রান্তে তামিম রান করলেও অন্য প্রান্ত বিদায় নেয় খুব দ্রুত।

এদিকে ওপেনিংয়ে মাহমুদউল্লাহ আসতে পারেন কিনা এমন প্রশ্ন করা হয়েছিল তাকে। এমন উত্তরে তিনি মজার ছলেই বলেন মাশরাফি ভাইকে বলবো।

মাহমুদউল্লাহ রিয়াদ হেসে বলেন, ‘আসলে আমি ক্যারিয়ারের শুরু থেকেই কখনো ওপেনিংয়ে ব্যাট করিনি। অনুশীলনেও ওভাবে ট্রাই করিনি। তবে আপনারা যখন ভাবছেন তাহলে মাশরাফি ভাইকে বলবো আমাকে ওপেনিংয়ে নামানোর কথা। শুধু মাশরাফি ভাইকে বললে হবে না। সাকিবকেও বলতে হবে, যেহেতু ও আমাদের টেস্ট ও টি-টোয়েন্টি ক্যাপ্টেন (হেসে)’।

শনিবার (৬ অক্টোবর) রাজধানী কৃষিবিদ ইন্সটিটিউট বাংলাদেশ অডিটোরিয়ামে ইমাগো স্পোর্টস ‘স্পোর্টস হাব বাংলাদেশ’ ইভেন্টের আয়োজন করে। যেখানে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে ‘মাহমুদউল্লাহ রিয়াদ অন হট সিট’ নামক সেগমেন্টে সাধারণ দর্শকের সাথে প্রশ্নোত্তর পর্বে অংশ নেন এই টাইগার অলরাউন্ডার।

অন্য এক প্রশ্নের জবাবে মাহমুদউল্লাহ বলেন, ‘আমি আসলে নিজেকে ব্যাটিং অলরাউন্ডার ভাবি। আর মিডল অর্ডারে ব্যাটিং করার পর থেকে ওভাবে বোলিং অনুশীলনটাও করা হয়ে ওঠেনা। তবে হ্যা, বোলিং করাটা আমি খুব এনজয় করি।’

 

গাজীপুরে হোটেলে অনৈতিক কাজে লিপ্ত অবস্থায় ৩৩ নারী-পুরুষ আটক ভিডিওটি দেখুন….

 

মেঘনায় লঞ্চ-কার্গো সংঘর্ষে বেঁচে গেল দুই শতাধিক যাত্রী / মুহূর্তেই ডুবে গেল: ভিডিওটি দেখুন….

 

লাইক কমেন্ড ও শেয়ার করে সাথে থাকুন-

আরো খবর

© All rights reserved | 2016 dhaka24.net by |

Theme Customized BY WooHostBD