‘হর্ন ওকে প্লিস’ সেই ছবির সেটের গোপন ভিডিও ফাঁস
সালটা ২০০৮। ওই সালে ‘হর্ন ওকে প্লিস’-এর সেটে কী হয়েছিল? তনুশ্রী দত্তের সঙ্গে কী এমন ব্যবহার করেছিলেন নানা পাটেকর, যার জন্য ১০ বছর পর ফের মুখ খুলতে বাধ্য হলেন বলিউডের বাঙালি অভিনেত্রী? শুধু তাই নয়, নানা পাটেকরের বিরুদ্ধে তনুশ্রীর যৌন হেনস্থার অভিযোগ সামনে আসার পর থেকেই জোর জল্পনা শুরু হয়েছে বলিউড জুড়ে। কিন্তু ২০০৮ সালে কী হয়েছিল?
জিনিউজ পত্রিকার খবরে বলা হয়, সম্প্রতি ‘হর্ন ওকে প্লিস’-এর একটি ভিডিও প্রকাশ্যে আসে। সেখানে নানা পাটেকর, গণেশ আচার্য এবং তনুশ্রী দত্তকে দেখা যাচ্ছে। কিন্তু, তনুশ্রী দত্ত রিহার্সাল শুরু করলে, নানা পাটেকর তার মধ্যে বাধা দেন। সঙ্গে সঙ্গে সেট ছেড়ে সেখান থেকে সরে যান বাঙালি অভিনেত্রী।
তনুশ্রী সেট থেকে সরে যাওয়ায় বেশ কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় শুটিং। এরপর ফের রিহার্সালের জন্য সেটে ফিরে আসেন তনুশ্রী দত্ত। কিন্তু, নানা পাটেকরের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে তিনি যে খুব একটা স্বচ্ছন্দ ছিলেন না, তা এই ভিডিও থেকেই স্পষ্ট।
যদিও ওইদিনের রিহার্সালের সময় তনুশ্রী দত্ত হাজির হলেও, পরে তিনি এই সিনেমা থেকে সরে যান। তনুশ্রীর জায়গায় সেখানে নিয়ে আসা হয় রাখি সাওয়ান্তকে।
গাজীপুরে হোটেলে অনৈতিক কাজে লিপ্ত অবস্থায় ৩৩ নারী-পুরুষ আটক ভিডিওটি দেখুন….
মেঘনায় লঞ্চ-কার্গো সংঘর্ষে বেঁচে গেল দুই শতাধিক যাত্রী / মুহূর্তেই ডুবে গেল: ভিডিওটি দেখুন….