অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান। ত্রিদেশীয় সিরিজে পাওয়া আঘাতের পর সেই আঘাত নিয়েই খেলেছেন তিনি।
যদিও এশিয়া কাপের আগে অপারেশন করাতে চাইলেও বোর্ডের জন্য সেই অবস্থাতেই খেলেন তিনি। এখন সাকিবের আঙুলের অবস্থা খুবই শোচনীয়। তাইতো জরুরী ভাবেই অস্ট্রেলিয়া যাচ্ছেন তিনি।
যাওয়ার আগে সাংবাদিকদের জানিয়েছিলেন আঙ্গুল হয়ত আর আগের অবস্থায় ফিরবে না।
সাকিবের আঙ্গুলের ব্যপারে ভারতীয় সংবাদ মাধ্যম এবেলা ‘সাকিবের আঙুল আর সারবে না, ভয়ঙ্কর দুঃসংবাদ বাংলাদেশি ক্রিকেটে’ শিরোনামের সংবাদে লিখেছে, এশিয়া কাপের হারের জ্বালা এখনও শুকোয়নি। এর মধ্যেই আরও খারাপ খবর বাংলাদেশের ক্রিকেটের জন্য। সাকিব আল হাসানের আঙুলের চোট পুরোপুরি সারবে না। বাংলাদেশি ভক্তদের এমন মন খারাপের খবর জানিয়ে দিয়েছেন সাকিব নিজেই।
এবেলা লিখেছে, জানুয়ারিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলার সময়ে চোট পেয়েছিলেন সাকিব। সেই চোট নিয়েই এতদিন খেলছিলেন। বাংলাদেশি সংবাদমাধ্যমেই জানানো হয়েছিল, সাকিব এশিয়া কাপে খেলতে নিরমাজি ছিলেন। তবে বিসিবি সাকিবকে এশিয়া কাপে খেলার জন্য অনুরোধ জানিয়েছিল। সেই চোট নিয়ে খেলার মধ্যেই ফের চোট লাগে এশিয়া কাপে। সিরিজের মাঝপথেই দেশে ফিরে এসে ভর্তি হতে হয় ঢাকার অ্যাপোলো হাসপাতালে।
জানা গিয়েছে, এখন সাকিবের আঙুলের যা পরিস্থিতি, তাতে অস্ত্রোপচার করতেই হবে। তাই সাকিব তড়িঘড়ি অস্ট্রেলিয়ার শল্যবিদের পরামর্শ নিতে চলেছেন। সেখানেই অস্ত্রোপচারের সম্ভাব্য দিন চূড়ান্ত করা হবে।
গাজীপুরে হোটেলে অনৈতিক কাজে লিপ্ত অবস্থায় ৩৩ নারী-পুরুষ আটক ভিডিওটি দেখুন….
মেঘনায় লঞ্চ-কার্গো সংঘর্ষে বেঁচে গেল দুই শতাধিক যাত্রী / মুহূর্তেই ডুবে গেল: ভিডিওটি দেখুন….