আগামী ৫ জানুয়ারি থেকে শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ- বিপিএলের ষষ্ঠ আসর। এই আসরকে সামনে রেখে প্রস্তুতি আরম্ভ করেছে দলগুলো। আবারো রংপুর রাইডার্সের হয়ে খেলবেন ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মতুর্জা। শীর্ষ চারে জায়গা করে নেওয়ার লক্ষ্যে মাঠে নামবে রংপুর রাইডার্স।
শনিবার (৬ অক্টোবর) সংবাদমাধ্যমের সাথে বিশেষ সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন রংপুর রাইডার্সের মালিক সাফওয়ান সোবহান ও সিইও ইশতিয়াক সাদিক।
এ প্রসঙ্গে সিইও ইশতিয়াক বলেন, ‘গত বছর যেভাবে বলেছিলাম আমাদের প্রথম লক্ষ্য সেরা চারে খেলা, এবারও আমরা সেটিকেই লক্ষ্য ধরে রাখছি। সেখান থেকে দেখব কতদূর যেতে পারি। স্বাধীনতা অর্জন করা তো সহজ, রক্ষা করা কঠিন। চ্যাম্পিয়নশিপও তাই। আমরা বেশ কষ্ট করে এটা নিয়েছিলাম সেটা ধরে রাখাটা অনেক কঠিন হবে।’
এছাড়া তিনি আরও বলেন, ‘এমন সময় বিপিএলটা হচ্ছে যখন ভালো মানের বিদেশি খেলোয়াড় পাওয়া কঠিন হয়ে যাবে। তারপরও যাদের পাওয়া যাবে তাদের নিয়েই ইনশাআল্লাহ্ আমাদের সেরা চেষ্টা করব।’
গাজীপুরে হোটেলে অনৈতিক কাজে লিপ্ত অবস্থায় ৩৩ নারী-পুরুষ আটক ভিডিওটি দেখুন….
মেঘনায় লঞ্চ-কার্গো সংঘর্ষে বেঁচে গেল দুই শতাধিক যাত্রী / মুহূর্তেই ডুবে গেল: ভিডিওটি দেখুন….