মিউজিক ভিডিও দিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনায় উঠে আসেন বগুড়ার ছেলে হিরো আলম। সোশ্যাল মিডিয়ার ভাইরাল হওয়ার পর পাড়ি জমান ঢাকায়। অভিনয় করতে শুরু করেন স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্রে। অভিনয় করেছেন বড় পর্দাতেও। সম্প্রতি অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন বলিউডের চলচ্চিত্রেও।
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন তিনি। নির্বাচন, বলিউডে কাজ করাসহ সমসাময়িক নানা বিষয় নিয়ে কথা বলেছেন হিরো আলমের। তার চুম্বক অংশ পাঠকদের জন্য তুলে ধরা হল-
প্রশ্ন : হুট করেই সংসদ নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত কেন?
হিরো আলম : আপনারা হয়তো জানেন আমি এলাকাতে দুইবার ইউপি নির্বাচন করেছি। তখন আমাকে শুধু এলাকার মানুষ চিনতো। এখন আপনাদের দোয়া আর ভালোবাসায় সারা বাংলাদেশের মানুষ আমাকে চিনে। আর সবার ভালোবাসা নিয়েই সংসদ নির্বাচনে অংশ নিতে যাচ্ছি।
প্রশ্ন : কোন দল থেকে নির্বাচন করবেন?
হিরো আলম : এখন পর্যন্ত কোন সিদ্ধান্ত নেই নাই। অনেকেই ডাকছে কিন্তু আমি এখনো কিছু জানাই নাই কারণ আমি চাই সতন্ত্র থেকে নির্বাচন করতে।
প্রশ্ন : বলিউডের সিনেমার কি অবস্থা?
হিরো আলম : ডিসেম্বরে শুটিং শুরু হবে। আগামী মাসে ছবির মহরত হবে।
প্রশ্ন : নতুন কোন কাজ শুরু করেছেন কি?
হিরো আলম : হ্যাঁ নতুন একটি কাজ শুরু করতে যাচ্ছি। এখন কিছু যানাতে চাচ্ছি না। তবে দুই একদিনের মাঝেই ঘোষণা পাবেন।
প্রশ্ন : নতুন কাজ নিয়ে পরিকল্পনা কি?
হিরো আলম : আপনাদের ভালোবাসায় আজকে আমি এই জায়গায়। আতি চাই যখন হিরো আলম আসবে ঝড়ের মতোই আসবে। ছয় মাসে একটি কাজ করবো কিন্তু ভালো মানের।
Today BD JOB CIRCULAR 08-10-2018 | চাকরির সংবাদ | আজকের নিয়োগ | নিয়োগ বিজ্ঞপ্তি ২০১৮ ভিডিওটি দেখুন….
গাজীপুরে হোটেলে অনৈতিক কাজে লিপ্ত অবস্থায় ৩৩ নারী-পুরুষ আটক ভিডিওটি দেখুন….
মেঘনায় লঞ্চ-কার্গো সংঘর্ষে বেঁচে গেল দুই শতাধিক যাত্রী / মুহূর্তেই ডুবে গেল: ভিডিওটি দেখুন….