ইনজুরিতে সাকিব-তামিম। ভাবনায় ফেলেছে বন্ধু ইমরুলকে। তবে তরুনদের সামর্থের উপর আস্থা হারাতে চাননা তিনি। বললেন, দায়িত্বশীলতার পরিচয় দেবেন জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে সুযোগ পেলে।
এশিয়া কাপের শুরু থেকে ব্যর্থ ওপেনিং জুটি। গ্রুপ পর্বে আফগানিস্তান ও সুপার ফোরে ভারতের বিপক্ষে হারের পরই ডাক পড়ে ইমরুল কায়েসের। খুলনায় তখন খেলছিলেন চারদিনের ম্যাচ। তারপর ভ্রমণের ঝক্কি ঝামেলা আর কন্ডিশনের ভয়কে জয় করেছেন মাঠে নেমেই। আফগানদের বিপক্ষে চাপের মধ্যেই হাল ধরেছেন। কঠিন মুহূর্তে চাপ সামাল দেয়ার অভিজ্ঞতা কেমন ছিলো?
নয় বছরের আন্তর্জাতিক ক্যারিয়ার। কখনো টানা খেলার সুযোগ হয়না। দলে এই সুযোগ পেলেনতো , এই বাদ পড়লেন। এমন দোলাচলের নিত্যসঙ্গী ইমরুল কায়েস। তবে আস্থা হারাতে চান না কখনো। সেজন্য নিজেকে প্রস্তুত করে রাখেন সবসময়। তাইতো জিম্বাবুয়ের সিরিজের আগে জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডে না খেললেও দ্বিতীয় রাউন্ডে মাঠে নামবেন ইমরুল কায়েস।
গাজীপুরে হোটেলে অনৈতিক কাজে লিপ্ত অবস্থায় ৩৩ নারী-পুরুষ আটক ভিডিওটি দেখুন….
মেঘনায় লঞ্চ-কার্গো সংঘর্ষে বেঁচে গেল দুই শতাধিক যাত্রী / মুহূর্তেই ডুবে গেল: ভিডিওটি দেখুন….