1. shahinit.mail@gmail.com : dhaka24 : ঢাকা টোয়েন্টিফোর
  2. arifturag@gmail.com : ঢাকা টোয়েন্টিফোর : ঢাকা টোয়েন্টিফোর
মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০২:২৭ অপরাহ্ন

মাশরাফির পছন্দে যে খেলোয়াড়দের নিয়ে দল সাজালো রংপুর রাইডার্স

Dhaka24 | ঢাকা টোয়েন্টিফোর -
  • প্রকাশ | সোমবার, ৮ অক্টোবর, ২০১৮
  • ৮৫ পাঠক

বাংলাদেশ প্রিমিয়ার লিগ- বিপিএলের ষষ্ঠ আসর মাঠে গড়াবে আগামী ৫ জানুয়ারি। এরই মধ্যে আসরের প্রস্তুতি শুরু করে দিয়েছে দলগুলো। গত আসরের শিরোপাজয়ী দল রংপুর রাইডার্স গতবারের মত এবারও লক্ষ্য রাখছে শীর্ষ চারে জায়গা করে নেওয়াকে। আর সেই লক্ষ্য পূরণের পরই দলটি এগোতে চায় শিরোপা ধরে রাখার পথে।

শনিবার সংবাদমাধ্যমের সাথে আলাপকালে এমনটাই জানান রংপুর রাইডার্সের মালিক সাফওয়ান সোবহান ও সিইও ইশতিয়াক সাদিক।

এদিকে আগামী আসরের জন্য সর্বোচ্চ চারজন খেলোয়াড়কে ধরে রেখেছে দলগুলো। এই সুবিধা কাজে লাগিয়ে রংপুর ধরে রেখেছে অধিনায়ক ও আইকন মাশরাফি বিন মুর্তজা, ক্রিস গেইল, মোহাম্মদ মিঠুন ও নাজমুল ইসলাম অপু। আর এই রিটেইনড খেলোয়াড়দের তালিকা করতে ঘাম ঝরেছে রংপুরের ফ্র্যাঞ্চাইজি।

‘এটা নির্ধারণ করতে আমাদের বেশ ঘাম ঝরাতে হয়েছে…’ সাফওয়ানের কথার সুরে সুর মিলিয়ে পাশ থেকে ইশতিয়াকের ভাষ্য, ‘৩০ সেপ্টেম্বর (রিটেইনড খেলোয়াড় তালিকা জমা দেওয়ার শেষ দিন) বিকেল চারটা পর্যন্ত সময় নিয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি।’

কাকে কাকে ধরে রাখা হবে এই সিদ্ধান্তের পেছনে মত ছিল মাশরাফির। সাফওয়ান বলেন, ‘মাশরাফির সাথে কথা বলেই খেলোয়াড়দের ধরে রাখা হয়েছে। কোচ, ম্যানেজমেন্ট… সবাই মিলেই। এটা একটা টিম ওয়ার্ক ছিল। কীভাবে কী করব এ নিয়ে আমাদের টিমের ভেতরে রীতিমত যুদ্ধ হয়েছে। তবে আমি মনে করি আমরা ভালো সিদ্ধান্তই নিয়েছি। টুর্নামেন্টের জন্য সময়টা ভালোই। আমাদের পরিকল্পনায় একটি স্পোর্টস কমপ্লেক্স রয়েছে। শুধু ক্রিকেটের দিকেই ফোকাস করছি না, একাডেমিক কমপ্লেক্স হবে এটা- ফুটবল এবং ক্রিকেট থাকবে।’

সিইও ইশতিয়াকের ভাষ্য, ‘এমন সময় বিপিএলটা হচ্ছে যখন ভালো মানের বিদেশি খেলোয়াড় পাওয়া কঠিন হয়ে যাবে। তারপরও যাদের পাওয়া যাবে তাদের নিয়েই ইনশাআল্লাহ্ আমাদের সেরা চেষ্টা করব। গত বছর যেভাবে বলেছিলাম আমাদের প্রথম লক্ষ্য সেরা চারে খেলা, এবারও আমরা সেটিকেই লক্ষ্য ধরে রাখছি। সেখান থেকে দেখব কতদূর যেতে পারি। স্বাধীনতা অর্জন করা তো সহজ, রক্ষা করা কঠিন। চ্যাম্পিয়নশিপও তাই। আমরা বেশ কষ্ট করে এটা নিয়েছিলাম সেটা ধরে রাখাটা অনেক কঠিন হবে।’

 

Today BD JOB CIRCULAR 08-10-2018 | চাকরির সংবাদ | আজকের নিয়োগ | নিয়োগ বিজ্ঞপ্তি ২০১৮ ভিডিওটি দেখুন….

 

গাজীপুরে হোটেলে অনৈতিক কাজে লিপ্ত অবস্থায় ৩৩ নারী-পুরুষ আটক ভিডিওটি দেখুন….

 

মেঘনায় লঞ্চ-কার্গো সংঘর্ষে বেঁচে গেল দুই শতাধিক যাত্রী / মুহূর্তেই ডুবে গেল: ভিডিওটি দেখুন….

 

লাইক কমেন্ড ও শেয়ার করে সাথে থাকুন-

আরো খবর

© All rights reserved | 2016 dhaka24.net by |

Theme Customized BY WooHostBD