এশিয়া কাপ ২০১৮ সালের ফাইনালে শিরোপা জয়ের সুবর্ণ সুযোগ সৃষ্টি করেও হারতে হয়েছে বাংলাদেশ দলকে। কিন্তু ভঙ্গুর দল নিয়ে এশিয়া কাপের ফাইনালে শেষ পর্যন্ত লড়াই করায় বাংলাদেশ দলের আত্মবিশ্বাস এখন বাড়ন্ত। তাই আগামী বিশ্বকাপে বাংলাদেশের স্বপ্নটা একটু বেশিই চওড়া। শিরোপার লড়াইয়ে হাড্ডাহাড্ডি লড়াই করতে চায় মাশরাফি বিন মুর্তজার দল।
তবে মাশরাফির শেষ বিশ্বকাপ বলে প্রিয় অধিনায়ককে শিরোপার স্বাদ পাইয়ে দেয়ার জন্য নয়, বাংলাদেশের জন্য শিরোপা কয় করতে চায় দল। রোববার (৬ অক্টোবর) রাতে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে বাংলাদেশ দলের অন্যতম সদস্য মাহমুদুল্লাহ রিয়াদ বলেছেন,
‘এমন প্রশ্ন মাশরাফি ভাইকে কিছুদিন আগেই করা হয়েছিল। তিনি কিছুদিন আগে এই বিষয়ে কথা বলেছিল। আমি জানি না আপনি সেই উত্তরটি দেখেছিলেন কিনা। যেই উত্তর মাশরাফি ভাই দিয়েছিলেন, সেটার সাথে আমি পুরোপুরি একমত। আমার মনে হয় যদি ট্রফি জিততে হয়, তাহলে বাংলাদেশের জন্য জিততে হবে। বাংলাদেশ প্রথমে আসবে।’
গত পাঁচ বছরে পাঁচটি ভিন্ন ভিন্ন টুর্নামেন্টের নক আউট ম্যাচে হেরে শিরোপা জয়ের আশা ধূলিসাৎ হয়ে গিয়েছে বাংলাদেশ দলের। একের পর এক নক আউট ম্যাচ হার বাংলাদেশ দলের শিরোপা ক্ষুধা বাড়িয়ে দিয়েছে।
তাই তো ২০১৯ বিশ্বকাপের ইতিহাস রচনা করার অপেক্ষায় আছেন মাহমুদুল্লাহ রিয়াদ ও পুরো বাংলাদেশ দল। ‘আমরা সবসময় চেষ্টা করি, বাংলাদেশের জন্য খেলা। সবার স্বপ্ন থাকে বিশ্বকাপ জেতার, আমরা সেই স্বপ্নে বেঁচে আছি। আর ২০১৯ বিশ্বকাপে যদি আমরা চ্যাম্পিয়ন হতে পারি, কেন নয়?
‘কে না চাইবে চ্যাম্পিয়ন হতে, আমরা আপনারা বাংলাদেশের সবাই চাইবে বাংলাদেশ চ্যাম্পিয়ন হোক। তাঁর আগে আমাদের অনেক ছোট ছোট ব্যাপার রয়েছে, যা আমাদের ঠিক করতে হবে। তারপর আমরা সামনে অগ্রসর হব।’
গাজীপুরে হোটেলে অনৈতিক কাজে লিপ্ত অবস্থায় ৩৩ নারী-পুরুষ আটক ভিডিওটি দেখুন….
মেঘনায় লঞ্চ-কার্গো সংঘর্ষে বেঁচে গেল দুই শতাধিক যাত্রী / মুহূর্তেই ডুবে গেল: ভিডিওটি দেখুন….