আর্থিক প্রতারণা বা ‘চিটফান্ড’ নিয়ে তোলপাড় চলছে ভারতে। সেই প্রতারণার স্কিমের শিকার হয়েছেন ভারতের জাতীয় দলের বিধ্বংসী ক্রিকেটার যুবরাজ সিংয়ের মা শবনম কউর! যুবরাজের মায়ের ৫০ লক্ষ রুপি গায়েব। এই চিটফাণ্ড কেলেঙ্করির ঘটনার তদন্তে নেমেছেন মুম্বাইয়ের ইডি অফিসারেরা।
মুম্বাইয়ের ইডির এক তদন্তকারী অফিসার ভারতের একটি শীর্ষ গণমাধ্যমকে জানিয়েছেন, সেই স্কিমের সঙ্গে যুক্ত ব্যক্তিরা খুব অল্প সময়ের মধ্যে জমা রাখা রুপির প্রায় ৮৪ শতাংশ সুদ দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছিলেন গ্রাহকদের। সেখানেই রুপি রেখে অনেকে সর্বস্ব খুইয়েছেন। এই প্রতারিত গ্রাহকদের তালিকায় রয়েছেন যুবরাজের মা।
জানা গেছে, এই জালিয়াতির ফার্মেই প্রায় ১ কোটি রুপি বিনিয়োগ করেছিলেন যুবরাজের মা। ৫০ লক্ষ রুপি ফেরত পেলেও বাকি রুপি এখনও হাতে পাননি। তদন্তকারী কর্মকর্তারা আপাতত লেনদেনের সমস্ত নথিপত্র জমা দিতে বলেছেন তাকে। আপাতত, কাউকে গ্রেপ্তার না করা হলেও আর্থিক তছরুপের আইনে অভিযোগ দায়ের করা হয়েছে।
যুবরাজ সিংহ আপাতত পাঞ্জাবের হয়ে বিজয় হাজারে ট্রফিতেও খেলছেন। গত বছর জুনে শেষ বার জাতীয় দলের জার্সিতে খেলা ক্যান্সার জয়ী এই হার্ডহিটার ব্যাটসম্যান ২০১৯ বিশ্বকাপে খেলতে মুখিয়ে আছেন।
Today BD JOB CIRCULAR 08-10-2018 | চাকরির সংবাদ | আজকের নিয়োগ | নিয়োগ বিজ্ঞপ্তি ২০১৮ ভিডিওটি দেখুন….
গাজীপুরে হোটেলে অনৈতিক কাজে লিপ্ত অবস্থায় ৩৩ নারী-পুরুষ আটক ভিডিওটি দেখুন….
মেঘনায় লঞ্চ-কার্গো সংঘর্ষে বেঁচে গেল দুই শতাধিক যাত্রী / মুহূর্তেই ডুবে গেল: ভিডিওটি দেখুন….