শাকিবের ব্যয় বহুল বাড়ি ‘জান্নাত’ দেখতে কেমন?
সময়ের সবচেয়ে জনপ্রিয় নায়ক শাকিব খান। জনপ্রিয়তার খাতিরেই মিলেছে সুপারস্টার খেতাব। বলিউডের যেমন শাহরুখ খানের ‘মান্নত’ রয়েছে। তেমনি শাকিব খানের রয়েছে ‘জান্নাত’।
বাড়িটি পূবাইলে অবস্থিত। সাধারণত সিনেমার শুটিং স্পট হিসেবে ব্যবহৃত হয়। এছাড়া মাঝে মাঝে যখন শাকিবের একটু অবসরের প্রয়োজন হয়। ঠিক তখনই সেখানে চলে যান। বাড়িতে খুব একটা রাত কাটানো হয় না। শাকিবের ঢাকার মধ্যে গুলশানের বাসাতেই নিয়মিত থাকেন।
সুবিশাল দোতালা বাড়িটি আড়াই বিঘার উপরে অবস্থিত। শাকিব খানের দাদির নাম অনুসারেই এ বাড়ির নামকরণ করা হয়েছে বলে জানা যায়। যদিও অনেকে বলে থাকেন শাহরুখ খানকে শাকিব ফলো করে বলেন এই নাম দিয়েছেন।
দোতলায় বসার জন্য সুন্দর ও পরিপাটি সোফা রয়েছে। দেয়ালে দেয়ালে চিত্রকর্মের ওয়ালম্যাট টাঙানো। শাকিব জানান ,‘ মূলত বাড়িটির লোকেশনের কারণেই এটি কেনা হয়েছে। বাড়ির চারপাশের পরিবেশও বেশ সুন্দর। আরও জমি কেনার চেষ্টা চলছে। এছাড়া বাড়িটি আরও আধুনিকায়ন করা হচ্ছে।’
উল্লেখ্য , বাড়িটিতে শুটিং করতে প্রতিদিন ৩৫০০০ টাকা ভাড়া দিতে হয়।
গাজীপুরে হোটেলে অনৈতিক কাজে লিপ্ত অবস্থায় ৩৩ নারী-পুরুষ আটক ভিডিওটি দেখুন….
মেঘনায় লঞ্চ-কার্গো সংঘর্ষে বেঁচে গেল দুই শতাধিক যাত্রী / মুহূর্তেই ডুবে গেল: ভিডিওটি দেখুন….